হাওর প্রাণবৈচিত্র্য রক্ষায় যুবদের উদ্যোগ নিতে হবে
নেত্রকোনা থেকে সুমন তালুকদার
বারসিক’র উদ্যোগে সম্প্রতি হাওরের প্রাণবৈচিত্র্য সুরক্ষায় সচেতনতা তৈরির জন্য মদন উপজেলার সরকারী আ: আজিজ কলেজে শিক্ষকদের অংশগ্রহণে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এক প্রতিবেশীয় বক্তৃতামালার আয়োজন করা হয়। আলোচনায় সহযোগিতা করেন কলেজ অধ্যক্ষ আবুল কায়েস আহমেদ, সহকারী অধ্যাপক আজিজুর রহমান, পলাশ মাহামুদ ও বারসিকের কর্মকর্তা।
আলোচনায় বক্তারা জানান, নেত্রকোনা অঞ্চলে তলার হাওর, ডিঙ্গাপোতা হাওর, গণেষের হাওর, জালিয়ার হাওর, শনির হাওরসহ ৮৫টি হাওরের অবস্থান। কিন্তু নানা কারণে হাওরের প্রাণ, পরিবেশ, মাছ, খাদ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। নদী, জলাভূমির সাথে পর্যটন, স্ংস্কৃতি বিশেষভাবে জড়িত। ছড়া, কবিতা, গল্প, সনেট, কাব্য, নাটক, উপন্যাস,গান, চলচ্ছিত্র তৈরিতে জলাভূমির কথা, নদীর কথা, নদীর সৌন্দর্য্য রসদ যুগিয়েছে।
তাঁরা আরও জানান, নেত্রকোনা অঞ্চলের মানুষকে কবি, সাহিত্যিক, বাউল, লেখক, গবেষক, গায়ক করে তুলেছে হাওর প্রাণবৈচিত্র্য। হাওরের প্রাণবৈচিত্র্যকে আনতে ভবিষ্যত প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। তারা বলেন, ‘আসুন হাওর বাঁচাই, প্রকৃতি বাঁচাই। প্রাণবৈচিত্র্য বাঁচাই।’