সাম্প্রতিক পোস্ট

নারী ও পুরুষের সমতাই পারবে আমাদের সমাজকে সমৃদ্ধ করতে

নেত্রকোনা থেকে পার্বতী সিংহ
আন্তর্জাতিক নারী দিবস দিনটিতে নারীদের অবস্থা ও অবস্থানকে ভাবার জন্য সমাজের সকলকে সচেতন ভাবে ভাবার/চিন্তা করার তাড়না দেয়। আর এই তাড়ানাই পারবে নারীদের অবস্থানের পরিবর্তন ঘটাতে।


বারসিক’র সহযোগিতায় নেত্রকোনা জেলার চল্লিশা ইউনিয়নের বামনমোহা গ্রামের গোবিন্দ বিল চাতল কৃষক সংগঠন আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালন করেছে। দিবসটি উপলক্ষে দিবসটির তাৎর্পয, পরিবারে-সমাজে নারীর গুরুত্ব, নারীর দক্ষতার মূল্যায়ন, ছেলে-মেয়ের মধ্যে বৈষম্য তৈরি না করার বিষয়গুলো আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ ব্যাক্তি মো: আবু আসাদ, রইছ উদ্দিন খান, সংগঠনের সভাপ্রধান মো: আব্দুল কাইয়ুম দুলাল এবং বারসিক কর্মকর্তা পার্বতী রানী সিংহ।


আলোচনায় বক্তারা নারীর কাজের মূল্যায়ন, পরিবার ও সমাজের নারীর অবদান ও গুরুত্ব তুলে ধরেন। তারা ছেলে ও মেয়েদের মধ্যে কোন বৈষম্য যাতে তৈরি না হয় সেটা পরিবারকে থেকে সচেতনতা তৈরি করতে হবে। উপস্থিত সকলে পরিবারে ও সমাজে নারীর অবদানের মূল্যায়ন করে বৈষম্যহীন সমতার সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন।

happy wheels 2

Comments