তাল গাছ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে

রাজশাহী থেকে সুলতানা খাতুন 

বরেন্দ্র একটি খরাপ্রবণ অঞ্চল। অনান্য অঞ্চলের মতো এ অঞ্চলেও বিভিন্ন ধরনের দূর্যোগ হয়ে থাকে। তার মধ্যে খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভুমিকম্প, বজ্রপাত অন্যতম। তবে আগের তুলনায় বর্তমানে বজ্রপাতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। 

বারসিক’র সহযোগিতায় বরেন্দ্র অঞ্চলে বেশ কিছু স্থানীয় সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনের সদস্যরা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষায় প্রত্যেকটি সংগঠনের গ্রামভিত্তিক তাল বীজ বপন কার্যক্রম পরিচালনা করে আসছে। বারসিক’র সহযোগিতা নিয়ে বিলনেপাল পাড়া চাষী ক্লাবের সদস্যদের উদ্যোগে ২০১৭ সালে বিলনেপাল পাড়া থেকে তেঁতুলিয়া গ্রাম পর্যন্ত রাস্তার দুপাশে ২৫০০ শত তাল বীজ বপন করা হয়েছিল। 

বিগত বছরগুলোতে রোপণ করা তাল গাছগুলো বড় হয়েছে। রাস্তার দু’পাশে সারি সারি তালগাছগুলো দেখে মন জুড়িয়ে যাচ্ছে। রাস্তার দু’পাশে  সৌন্দর্য্যমন্ডিত হচ্ছে। এ তাল গাছগুলো বড় হলে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে মানুষ। কারণ আমরা জানি, তাল গাছ হচ্ছে বজ্রপাতনিরোধক।

এই প্রসঙ্গে আনজুয়ারা নামে একজন কৃষাণী বলেন, ‘আমরা ছোট বেলায় দেখেছি আমাদের রাস্তার ধারে বাড়ির আশেপাশে অনেক তাল গাছ ছিল। পর্যায়ক্রমে তাল গাছগুলো সচেতনতার অভাবে কেটে ফেলা হয়েছে। পরবর্তীতে  আবার সরকার, এনজিও, বিভিন্ন ধরনের সংগঠনের মাধ্যমে নতুন করে তাল গাছ বপন করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি খুবই ভালো উদ্যোগ।’

এ তাল গাছগুলো শুধু বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করবে না বরং তাল গাছের নানান উপকারিতা রয়েছে। মানুষ বিভিন্নভাবে তাল গাছ দ্বারা উপকৃত হয়। যেমন: তালপাতার পাটি, তালপাতার পাখা, তালের রস, তালের গুড়, তালের শাষ দিয়ে সু স্বাদু মিষ্টি খাবার রান্না করা হয়, তাল দিয়ে ঐতিহ্যবাহী অনেক পিঠা তৈরি করা হয়। তালের গাছ ও পাতা ঘরের কাজে ও জ্বালানি কাজে ব্যবহার করা হয়। তালগাছ বাবুই পাখির আবাসস্থান। তালের পাতায় সুন্দরভাবে বাসা তৈরি করে সেখানে বসবাস করে। এগুলো আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে। তাল গাছ মানুষ ও পাখি উভয়ের জন্যই উপকারি।

এই প্রসংগে কৃষক রবিউল ইসলাম বলেন, ‘বাবার মুখে শুনেছি আগে আমাদের এলাকায় কতো তাল গাছ ছিল। আমরা ছোট থাকতে কতো তাল কুড়াতাম এখন খুব একটা চোখে পড়ে না। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে তাল গাছের গুরুত্ব না বুঝে কেটে ফেলছে।’

আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তার দু’পাশে, পুকুর পাড়ে,বাড়ির আশেপাশে, পরিত্যক্ত জায়গায় তাল গাছ বপন করি। নিজে ও গ্রামের সবাইকে সচেতন করি। তাল বীজ বপনে উদ্যোগী করে তুলি। এতে মানুষসহ পশু পাখি বিভিন্নভাবে উপকৃত হবে। 

happy wheels 2

Comments