“বয়োঃসন্ধিকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষা কিশোরীদের অধিকার”

শ্যামনগর থেকে রুবিনা পারভীন
বয়োঃসন্ধিকালীন কিশোরীদের এসব লজ্জা ও সংকোচ দূর করতে ও স্বাস্থ্যগত নানা জটিলতার কথা জানতে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে ও বারসিক’র সহযোগিতায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নঁওয়াবেকী গ্রামে গতকাল বয়োঃসন্ধিকালীন কিশোরীদের নিয়ে “জলবায়ু সংকট ও নিরাপদ প্রজনন স্বাস্থ্য অধিকার ” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারসিক’র সহকারী কর্মসূচি কর্মকর্তা রুবিনা পারভীন এবং এলাকার কিশোরীরা।


অলোচনা সভায় অংশগ্রহণকারী মুসফিকা আক্তার (১৩) বলেন, “পাঠ্যবইয়ে বয়োঃসন্ধিকালীন বিষয় সম্পর্কে পড়েছি কমবেশি জানি কিন্তু আর ও যে জটিলতাগুলো আছে সেগুলো জানতাম না। এবং এগুলো যে কোন লজ্জার বিষয় না সেটা সম্পর্কে জানলাম।’


আরও একজন অংশগ্রহণকারী জুঁই আক্তার (১৪) বলেন, “আমি প্রথমদিকে অনেক লজ্জা পেতাম আমার পিরিয়ডের সময় এবং স্যানিট্যারি ন্যাপকিন কিনতে ও আবার বাড়িতে বলতে সংকোচ বোধ করতাম। সে কারণে প্রায়সময়ই কাপড় ব্যবহার করতাম কিন্তু বাড়িতে বাবা ও ভাইয়েরা থাকার কারণে রোদে শুকাতে পারতাম না এজন্য নানা সমস্যা হতো। আজকের সভার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।’


এছাড়াও তানিয়া পারভীন (২২) বলেন, “ বয়োঃসন্ধিকালীন সময় প্রতিটি মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রজনন স্বাস্থ্য ও বয়োঃসন্ধিকালীন সময়ের সাথে জড়িত এজন্য এই সময়ে কিশোরীদের সাথে সাথে পরিবারকেও সচেতন থাকা দরকার এবং পুষ্টিকর খাবার দেওয়া অতি জরুরি।’


আলোচনা সভায় এলাকার কিশোরীরা অংশগ্রহণ করেন এবং তারা তাদের নানা সংকোচ ও জটিলতার কথা তুলে ধরেন। আলোচনার মধ্যে তারা একে অপরের মধ্যে কথা বলেন এবং একজনের সমস্যার কথা অপরজনের সাথে সহভাগিতা করে। জলবায়ু সংকট ও নিরাপদ প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনার মাধ্যমে এলাকায় কিশোরীরা অনেক কিছু জানতে পারে বলে জানান এবং বারসিককে ধন্যবাদ জানান।


উল্লেখ্য যে, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে লবণাক্ততা। লবণাক্ততার প্রভাবে উপকূলীয় এলাকার কিশোরীরা প্রতিনিয়ত স্বাস্থ্যগত সমস্যায় ভোগে। নানা সমস্যা ও জটিলতায় ভুগলেও বয়োঃসদ্ধিকালীন কিশোরীরা নানা লজ্জায় ও সংকোচে বলতে পারে না।

happy wheels 2

Comments