বেগম রোকেয়ার চেতনায় গড়ে উঠবে সমতার বাংলাদেশ
নেত্রকোনা থেকে রোখসানা রুমি
রোকেয়া দিবস উপলক্ষে নেত্রকোনা পৌরসভার ঋষিপাড়ায় “একতা কিশোরী সংগঠনের” আয়োজনে ও বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কিশোরী সংগঠনের সদস্য ও নারীদেরকে নিয়ে সচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ঋষিপাড়ার নারী কিশোরীরা অংশগ্রহণ করেন। আলোচনায় জীবনের গল্প শুনান ঋষিপাড়ার সংগ্রামি উদ্যোগী নারী দূর্গা রবিদাস। দূর্গা রবিদাস উচ্চ শিক্ষা নিয়েও কোন চাকরি যোগাড় করতে না পেরে ঋষিপাড়ার দলিত শিশুদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ঋষিপাড়ার নারী, শিশু, মানুষের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষার জন্য চেষ্টা চালিয়ে কিভাবে কাজ করছেন তা তাঁর নিজ জীবনের বাস্তবতা থেকে তুলে ধরেন। তিনি নিজের অধ্যবসায় ও চেষ্টার ফলে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এই দলিত পরিবারের সন্তান দূর্গা রবিদাস। রবিদাসের জীবনের গল্প কিশোরীদের অনুপ্রেরণা দেবে।
আলোচনা শেষে কিশোরীরা হাতে লেখা নারী সমতার কথা লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ঋষিপাড়ার কন্যা শিশুরা শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতায় অনেক পিছিয়ে আছে। তাদের উন্নতির জন্য তিনি কাজ করছেন। বলা আছে কাউকে পিছনে ফেলে নয়; সবাইকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বেগম রোকেয়ার আদর্শে গড়ে উঠুক সমতার বাংলাদেশ।