আমরা নারী-পুরুষের সমতার সমাজ চাই
মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম
‘নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। তারই অংশ হিসেবে গত ৩ ডিসেম্বর মানিকগঞ্জ মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর বারসিক, ব্র্যাক, পাসা ও বিলস’র আয়োজনে মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও সমাবেশে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও বারসিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্রীমতি লক্ষ্মী চ্যাটার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, স্যাক’র সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সভাপতি কাজী শিউলী, বিকশিত নারী নেটওয়ার্কের জেলা সভাপতি তাজরানা ইসলাম টুলু, পাসার নির্বাহী প্রধান ফরিদ খান, ব্র্যাক’র নির্বাহী প্রধান মো.মাসুদুর রহমান, বারসিক কর্মকতা রাশেদা আক্তার, নারী উদ্যেক্তা মুক্তা হেলাল প্রমুখ। সমাবেশ শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা নির্যাতিত ও জয়িতা নারীদের গল্প শুনেন। এরপর সংলাপ অনুষ্টিত হয়। বক্তারা বলেন, ‘আমরা নারী-পুরুষের সমতার সমাজ চাই, ন্যায্যতার সমাজ চাই, বহুত্ববাদি সাংস্কৃতিক সমাজ বিনির্মাণ করতে চাই। এগুলো করতে হলে সকল শ্রেণী ও পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। পরিবারে সকলের মধ্যে সহনশীল আচরণ থাকতে হবে। সমাজে সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সহনশীল ও শ্রদ্ধাশীল মনোভাব থাকতে হবে। তবেই আমরা একটি নারীবান্ধব গণতান্ত্রিক বহুত্ববাদি সমাজ বিনির্মাণ করতে পারব।’