শ্যামনগরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগর থেকে স.ম ওসমান গনী
সাতক্ষীরার শ্যামনগরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ রবিবার (১৯ জানুয়ারি ‘২৫) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রশাসন এবং শ্যামনগর পৌরসভার যৌথ আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য শীর্ষক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও শ্যামনগর পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল রিফাত।
সৃজনশীল এ কর্মকান্ড পরিচালনায় সহায়তা করেন নকীপুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি, বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি)। এসময় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্বন্ধে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুবসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল শ্যামনগর উপজেলা গড়ে তুলতে চাই। সবকিছুর মধ্যেও সুন্দর উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সফলভাবে শেষ হওয়ায় তিনি এ কার্যক্রমে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নকীপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহম্মদ আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মরিয়ম সিদ্দিকা, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, নকীপুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এস.এম ফিরোজ হোসেন, এসএসএসটি’র শ্যামনগর উপজেলা ইউনিটের গোকুল চন্দ্র মন্ডল, যুগ্ম-আহ্বায়ক গাজী আব্দুল্লাহ আল মামুন, আনিকা তাবাসসুম, পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদিকা তৃপ্তি রাণী বিশ^াস, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী, সহযোগী কর্মসূচী কর্মকর্তা প্রতিমা চক্রবর্তী, লিপিকা গাইন প্রমুখ।
এই অভিযানে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রতিটি নাগরিক যেন তার বসবাসের স্থান এবং সকল ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে বিষয়ে সচেতন করার বিষয়ে অবহিত করা হয়।