সাম্প্রতিক পোস্ট

মানিকগঞ্জে মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন

মানিকগঞ্জে মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন

মানিকগঞ্জ থেকে নীলিমা দাস

গতকাল মানিকগঞ্জে বড় বড়িয়াল গ্রামে বড়িয়াল কৃষক/কৃষাণী সংগঠনের উদ্যোগে এবং বারসিক’র সহযোগিতায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ক্যাম্পে গর্ভবতী মা ও নবজাত শিশুদের পুষ্টি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পাশাপাশি কিশোরী, গর্ভবতী মা ও শিশুদের টিকা প্রদান করা হয় এবং মায়েদের পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি ও পরামর্শ প্রদান করা হয়েছে।

DSC04952
স্বাস্থ্য ক্যাম্পে রোগীদের জন্য জ্বর, সর্দি, ব্যথ্যার ঔষুধসহ নানান স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ৭০ জন নারী, শিশু , কিশোরী, বৃদ্ধা অংশগ্রহণ করে বিভিন্ন স্বাস্থ্যসেবা লাভ করেছেন।

DSC04963
স্বাস্থ্য ক্যাম্পে অংশগ্রহণ করে অংশগ্রহণকারীরা জানতে পেরেছেন যে নবজাত শিশুদের ৬ মাস বয়স কাল থেকে মায়ের দুধের পাশাপাশি তাদের বাড়তি খাবার দিতে হয়। এতে শিশুদের পুষ্টিসাধন হয় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়, মেধা বৃদ্ধি হয় ।

DSC04954

এছাড়া এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরী মেয়েরা কেন আয়রন ট্যাবলেট নিচ্ছে তা কিশোরীরা জানতে সমর্থ হলো। মায়েরাও জানতে পারলেন নবজাত শিশুটির ছয়টি টিকার গুণাগুণ সম্পর্কে।
এই স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য হলো মা ও শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

happy wheels 2

Comments