সাতক্ষীরায় বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদুল ইসলাম, সাতক্ষীরা

সাতক্ষীরায় বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব হল রুমে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

Satkhira (1)
সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ এবং প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিকের সমন্বয়কারি ও গবেষক পাভেল পার্থ।

এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম. কামরুজ্জামান, দৈনিক ইনকিলাবে স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, সময়ের খবরের রুহুল কুদ্দুস, বিডি নিউজের শরীফুল্লাহ কায়সার সুমন, মানবজমিনের ইয়ারব হোসেন, বাংলা ভিশনের মো. আসাদুজ্জামান, মোহনা টিভির আব্দুল জলিল, দৈনিক সত্যপাঠের আমিনা বিলকিস ময়না, যমুনা টিভির আহসানুর রহমান রাজীব, দৈনিক খোলা কাগজের ইব্রাহিম খলিল, এশিয়ান টিভির আব্দুস সামাদ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, বিয়াসের কোর্স কো-অর্ডিনেটের বাহাউদ্দিন বাহার প্রমূখ।

happy wheels 2

Comments