সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্য সুরক্ষায় চাই সচেতনতা

স্বাস্থ্য সুরক্ষায় চাই সচেতনতা

মানিকগঞ্জ থেকে মো. মাসুদুর রহমান

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা সিভিল সার্জন অফিস, মানিকগঞ্জ এবং বারসিক’র আয়োজনে গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

DSC05608
আলোচনা সভায় চিকিৎসা সেবার অধিকার নিয়ে কথা বলেন সিংগাইর কৃষি উন্নয়ন কমিটির আহবায়ক মো. ইমান আলী, মাস্টার সায়েম, মহেন্দ্র মনিদাস ও বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমর রায় প্রমূখ।

স্বাস্থ্যবার্তা নিয়ে আলোচনা করেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দু রশীদ। তিনি বলেন, “সুস্থ থাকার জন্য তিন সাদা সম্পর্কে সচেতন থাকবেন। এই তিন সাদা হলো ভাত, চিনি ও লবণ।” এছাড়া তিনি গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা, ডায়বেটিকস এবং উচ্চ রক্ত চাপে খাবারের বিষয়ে আলোচনা করেন।

DSC05614
অন্যদিকে একই দিনে প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও যুবসহ প্রায় শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিকস, রক্ত চাপ ও ওজন পরিমাপ করা হয়েছে।

happy wheels 2

Comments