পরিবেশ রক্ষার দায়িত্ব সবার

সিংগাইর, মানিকগঞ্জ থেকে শাহীনুর রহমান

‘পৃথিবী একটাই। দূষণমুক্ত পরিবেশ চাই।’ এই স্লোগানের আলোকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ে বারিসক’র উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দায় দায়িত্ব ও করণীয় শীর্ষক এক বক্তৃতামালা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

IMG_20190908_113302
কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. যুবায়ের হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষার্থী কবিতা আক্তার, মো. হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মো. লোকমান হোসেন, বারসিক কর্মকর্তা নজরুল ইসলাম। আলোচনায় বক্তারা বলেন, ‘পৃথিবীব্যাপি অতিমাত্রায় কার্বন নিঃসরনের ফলে বায়ুমন্ডলে কার্বনডাই অক্সাইড এর পরিমাণ বেড়ে গেছে এবং আবহাওয়া জলবাযুর ব্যাপক পরিবর্তন হচ্ছে। যার প্রভাব বাংলাদেশে পড়ছে। প্রাণ, প্রকৃতি পরিবেশ ও ধ্বংস হচ্ছে। এখনই জলবায়ু পরিবর্তন রোধে সকলকে এগিয়ে আসতে হবে।’

প্রধান শিক্ষক যুবাযের হোসেন খান বলেন, ‘পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। প্রকৃতির প্রতি আমদের যত্নবান হতে হবে। অযাচিত বৃক্ষ নিধন, কৃষিজমিতে রাসায়নিক সার বিষ ব্যবহারের মাত্রা কমিয়ে বেশি বেশি বৃক্ষ রোপণ এবং জমিতে জৈব সার ব্যবহার বৃদ্ধি করতে হবে। সেই সাথে ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাত্রা কমিয়ে পুকুর, নদী ও বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করলে জলবায়ু পরিবর্তনের মাত্রা কিছুটা হলেও কমে আসবে।’

IMG_20190908_114156
জলবায় পরিবর্তনের বিরূপ প্রভাবের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তারা আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকিজনিত বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাছাড়া বাংলাদেশ অধিক জনসংখ্যা বহুল দেশ হওয়া, কৃষি জমিতে বাড়ি ঘর নির্মাণ, অপরিকল্পিত ও অনুমোদনহীন ইটের ভাটা তৈরি হওয়ায় প্রকৃতির নিজস্ব গতি হারিয়ে যাচ্ছে। জলবায়ূ পরিবর্তন একটি প্রাকৃতিক নিয়ম হলেও মনুষ্য সৃষ্টির কারণে যে ধরনের পরিবর্তন হয় সেদিকে আমাদের সচেতন হতে হবে।’

IMG_20190908_114623
শিক্ষার্থী কবিতা আক্তার বলেন, ‘জলবাযু পরিবর্তন রোধে আমরা আমাদের দায়িত্বের জায়গা তৈরি করতে চাই। আমরা প্রতিজ্ঞা করছি আমাদের দ্বারা প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে আমরা বিরত থাকবো এবং আমাদের বিদ্যালয় আমরাই পরিষ্কার রাখবো।

happy wheels 2

Comments