জানি বুঝি সচেতন হই
তানোর রাজশাহী থেকে জিন্নাতুন নেসা ও অমৃত সরকার
আজ ১৩ নভেম্বর তালন্দ উপস্বাস্থ্য কেন্দ্র ও বারসিকের আয়োজনে তানোর উপজেলার হরিদেবপুর গ্রামে “কিশোরী স্বাস্থ্য ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। কিশোরী স্বাস্থ্য ক্যাম্পে অংশগ্রহণ করেন হরিদেবপুর নারী সংগঠনের ৫০জন কিশোরী ও নারী।
স্বাস্থ্য ক্যাম্পে নারীদের বর্তমান সময়ে মারাত্মক রোগ স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, বয়োসন্ধীকালীন নারী স্বাস্থ্য ও বিভিন্ন পানিবাহিত রোগ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন তালন্দ উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী মো. আজিজুর রহমান। তিনি এই রোগের কারণ, প্রাথমিক লক্ষণ ও কোথায় গেলে চিকিৎসা সেবা দ্রুত পাওয়া যায় সে বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করেন।
মো. আজিজুর রহমান বলেন, ‘আমাদের একটু সচেতনভাবে ও পরিষ্কার পরিছন্ন জীবনযাপনই পারে স্তন ও জরায়ু ক্যান্সারের মত মরণঘাতি রোগ থেকে মুক্ত রাখতে।’ তিনি তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জরায়ু ক্যান্সারের পরীক্ষা করা যায় বলে তথ্য প্রদান করেন। পাশাপাশি সকল নারীদেরই জরায়ু ক্যান্সারের পরীক্ষা করা উচিত বলে তিনি মনে করেন।
কিশোরী স্বাস্থ্য ক্যাম্পে অংশগ্রহণকারী বানী রানি (১৮)বলেন, ‘আমি স্তন ও জরায়ু ক্যান্সারের নাম শুনেছি কিন্তু কিভাবে এ রোগ হয় এবং এ রোগ থেকে প্রতিকার পেতে সচেতন হওয়া যায় তা জানতে পেরে আমার খুবই উপকার হয়েছে। আমি আমার প্রতিবেশী নারী ও কলেজের বান্ধবীদের সাথে এ বিষয়ে আলোচনা করতে পারব।’
উক্ত কিশোরী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠানের সনচালনা করেন মোসাঃ জিন্নাতুন নেসা।