ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইনের দাবি

মানিকগঞ্জ থেকে বিমল রায়

ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন স্থাপনের দাবিতে গতকাল শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ডিএম নাসিমউদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট পরিবেশবাদী, সমাজসেবক ও রেললাইন আন্দোলন কমিটির সদস্য এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান (আতিক) , বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান মাষ্টার, এ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ (মানিকগঞ্জ) সম্পাদক শাহজাহান বিশ্বাস, ডিএম কামালউদ্দিন মামুন, রেললাইন আন্দোলন সদস্য সচিব ও বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারি বিমল চন্দ্র রায়।

সভায় বক্তারা বর্তমান সময়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড সারা দেশের অন্যএলাকার মতো মানিকগঞ্জ জেলা সুফলতা পাচ্ছে। শিবালয় এলাকায় অর্থনৈতিক যোন ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে, সর্বোপরি পদ্মানদীর পশ্চিম পাড়ের জেলাসমূহে রেললাইন আছে। তারা বলেন, ‘ঢাকা খুবই কাছে জেলা মানিকগঞ্জ তবু প্রতিদিন সড়ক দূর্ঘটনায় মানুষের মৃত্যু ঘটাচ্ছে। রেল থাকলে মানুষের মৃত্যু ও পরিবহন খরচ কমে নিরাপদে যাতায়াত করতে পারতো সাধারণ মানুষ। তাই ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন স্থাপন ও পদ্মা নদীর পশ্চিম পাড়ের মানুষের সাথে রেলসংযোগ স্থাপন করুন।’                           

…………

happy wheels 2

Comments