মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মানিকগঞ্জ থেকে বিমল চন্দ্র রায়:
আজ আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিকাল ৩.৩০টায় পালক (পাখি ও পরিবেশ লালন করি),মানিকগঞ্জ ও বারসিক, মানিকগঞ্জ এর যৌথ আয়োজনে পালক এর আহবায়ক অধ্যাপক ড. নাসিমূল ইসলাম মনু’র সভাপতিত্বে অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নারীনেত্রী লক্ষী চ্যাট্যার্জি, সমাজকর্মী ইকবাল খান, প্রভাষক আরশেদ আলী, কৃষক ও গবেষক ইব্রাহিম মিয়া, কৃষক ও নারীনেত্রী রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা কৃষক আসমান আলী , ছাত্রনেতা শামিম হোসেন, শিক্ষক মনিরুল ইসলাম চাতক প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সমাজসেবক, ক্রীড়া সংগঠক, পরিবেশবাদী এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। অনলাইন আলোচনা সভাটি সঞ্চালনা করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী ও পালক সদস্য সচিব বিমল চন্দ্র রায়।
আলোচনা সভায় বক্তারা, মানিকগঞ্জ শহরের ভিতর বিভিন্ন পুকুর সংরক্ষন ও সংস্কারের দাবী তোলেন। সরকারের অনেক ধরনের উন্নয়নের কার্যক্রম চলছে সেই সকল উন্নয়ন প্রকল্প সমূহ আরো পরিবেশ সম্মত হওয়া এবং মানিকগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত খাল সংস্কারের দাবি জানানো হয়।