সাম্প্রতিক পোস্ট

ঘিওরে শিশুদের অংশগ্রহণে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

ঘিওর, মানিকগঞ্জ থেকে সুবীর কুমার সরকার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে স্থানীয় যুব ও সামাজিক সংগঠনের উদ্যোগে এবং বারসিক’র সহযোগিতায় নালী ইউনিয়নে সম্প্রতি সপ্তাহ ব্যাপি চিত্রাঙ্কন, গাছ রোপণ এবং মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের আলোচনা সভায় স্থানীয় মুরাব্বি নিব্দু মালাকার (৬০) বঙ্গবন্ধুর শৈশবকালের ঘটনা শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের গল্প ও বঙ্গবন্ধুর হত্যার ঘটনা শিক্ষাথীদের সাথে আলোচনা করেন। প্রভাষক আরশেদ আলী শিশুদের বঙ্গবন্ধুর ছোট বেলার স্কুল জীবনের কথা শুনান। আলোর পথ শিশু শিক্ষা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি আকাশ মিয়া বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বহুত্ববাদি সমাজ গড়ার কথা উল্লেখ করেন।


আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মাঝে মাস্কও বিতরণ করা হয় এবং করোনায় সবাইকে সচেতন করে তোলা হয়। এছাড়া দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন দেশীয় প্রজাতির গাছও রোপণ করা হয়। গাছরোপণে অতিথিসহ শিশুরাও অংশ নেয়।

happy wheels 2

Comments