গাছ রোপণ করি, পরিবেশ সুরক্ষা করি

সিংগাইর মানিকগঞ্জ থেকে আছিয়া আক্তার ও রিনা শিকদার

নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে গতকাল শিবপুর ও চারাভাঙ্গা নারী উন্নয়ন সমিতি ও বারসিক’র যৌথ আয়োজনে উঠান বৈঠক ও পরিবেশবান্ধব বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিবপুর নারী উন্নয়ন সংগঠনের সভাপতি জোৎস্ন্যা রানী রায় ও চারাভাঙ্গার ফিরোজা বেগমের সভাপত্বিতে, বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বয়োঃসন্ধিকালীন সময়ে মায়েদের করণীয়, গাছসহ সকল প্রাণের প্রতি সংবেদনশীল হওয়ার বিষয়ে বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঝর্ণা আক্তার ও সাবেক ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র রায় (শিবপুর) আলোচনায় করেন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকল্প সহায়ক রিনা আক্তার, মিনু রায়, মাধবী লতা, বৃষ্টি রায়, গঙ্গা রায়, গীতা (শিবপুর) আছিয়া বেগম, সালেহা বেগম নুপুর আক্তার (চারাভাঙ্গা)প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, করোনাকালীন এ সময়ে  হাঁচি-কাশির সময় রোমাল, টিসু, হাতের কোনই ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে করোনা রোগীর সেবা করতে হবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে।’ তারা আরও বলেন, ‘বয়োঃসন্ধিকলীন সময়ে কিশোর-কিশোরীদের সাথে বন্ধুসূলভ আচরণ করতে হবে, তাদের মনের কথা জানতে হবে, বাল্য বিয়ে দেয়া যাবে না,।’ বক্তারা বলেন, ‘পাখি শিকার করা যাবে না, অকারণে গাছ কাটা যাবে না, বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে ।‘

happy wheels 2

Comments