সাম্প্রতিক পোস্ট

কীটনাশকমুক্ত নিরাপদ জীবনের জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে

সিংগাইর, মানিকগঞ্জ থেকে অনন্যা আক্তার
আজ কোন বাঙালিকে অনাহারে দিন কাটাতে হয় না। বাংলাদেশ আজ খাদ্য স্বনির্ভর দেশ। কিন্তু খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করতে গিয়ে বেড়েছে মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার। রাসায়নিকের ব্যবহার উৎপাদন বাড়াতে সহায়তা করলেও সংকট তৈরি হয়েছে নিরাপদ খাদ্যের। আর নিরাপদ খাদ্যের অভাবে দিন দিন বেড়ে চলেছে জনস্বাস্থ্যের ঝুঁকি।


কৃষি উৎপাদন ব্যবস্থায় রাসয়নিক ও কীটনাশক প্রয়োগ কমিয়ে নিরাপদন খাদ্য উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাসে সম্প্রতি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে বারসিক। মানিকগঞ্জ জেলার সিংগাইর বায়রা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বারসিক কর্তৃক আয়োজিত কীটনাশক ও জনস্বস্থ্য বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়নের কর্ম এলাকার এগারোজন কৃষক প্রতিনিধি, বায়রা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যবৃন্দ ও কৃষি উপসহকারী কর্মকর্তা কাজী ফেরদৌস। এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন বারসিক মানিকগঞ্জ অঞ্চলের সমন্বয়কারী বিমল রায়, মনির হোসেন, শিমুল বিশ^াস, মাসুদুর রহমান, সঞ্জিতা কিত্তুর্নিয়া প্রমুখ।


বায়রা ইউনিয়নের সংরক্ষিত সদস্য দেওয়ান তসলিম উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় উপসহকারী কর্মকর্তা ফেরদৌস বলেন, ‘কীটনাশক ধীরে ধীরে আমাদের শীরা উপশীরায় পৌছে গেছে। বর্তমান মানুষের মৃত্যু ঝুঁকি বেশি। কৃষকদেরকে জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন করতে হবে। তা না হলে আগামী প্রজন্ম মেধাশূন্য হয়ে পড়বে।’ স্বাগত বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, ‘পৃথিবী যদি বসবাসযোগ্য সুন্দর থাকে তাহলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো। সেজন্য আমাদের উচিৎ সকল প্রাণকে সম্মান করা। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা আপনাদের সাথে নিয়ে একটি আন্দলন গড়তে চাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে একটি নির্দিষ্ট সময়ে আমরা সফল হতে পারবো।’

দেওয়ান তসলিম উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমানে খাদ্যের কোন অভাব নেই, কিন্তু নিরাপদ খাদ্যের অনেক অভাব রয়েছে। রাসায়নিক সার ও বিষের কারণে আমরা সবাই নানা ধরননের রোগে আক্রান্ত হচ্ছি। কীটনাশকমুক্ত নিরাপদ জীবনের জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। এতে করে আমরাও ভালো থাকবো অন্যকেও ভালো রাখবো।’ ইউনিয়ন পরিষদের সদস্য মামুন দেওয়ান বলেন, ‘রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমাদের জৈব চাষে আগ্রহী হতে হবে। এতে আমরা ভালো থাকবো অন্যকে ভালো রাখবো।’ নারী সদস্য শাহানাজ পারভীন বলেন, ‘আমরা বাড়ির আঙিনায় নিজেদের জন্য নিরাপদ সবজি উৎপাদন করবো, নিরাপদ খাদ্য খাবো নিরাপদ থাকবো।’

happy wheels 2

Comments