মানিকগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জ থেকে রুমা আক্তার
“আন্তর্জাতিক যুব দিবস” উপলক্ষে সিপিএন মানিকগঞ্জ এর আয়োজনে ও বারসিক এর সহযোগিতায় “ জলবায়ু পরিবর্তনজনিত কারণে উদ্ভুত দ্বন্দ্ব রুপান্তর ও সক্ষমতা তৈরিতে যুব সমাজ” এই শ্লোগাণকে সামনে রেখে মানিকগঞ্জ, হরিরামপুরের ভেলাবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, বারসিক এর প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, বারসিক এর প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন, বারসিক এর সহযোগী গবেষণা কর্মকর্তা শ্যাময়েল হাসদা, সিপিএন এর সদস্য মীর নাদিম, যুব ফেসিলিটেটর রুমা আক্তার এবং ভেলাবাদের যুবরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিএন এর সদস্য মীর নাদিম । আলোচনার শুরুতে মীর নাদিম সবার সাথে পরিচিতি করান এবং
যুবদের উদ্দেশ্যে যুব দিবসের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। এরপর তিনি আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করেন।
উক্ত সভায় জলবায়ু ও আবহাওয়া কি জলবায়ুর উপাদান সর্ম্পকে নিয়ে আলোচনা করেন সত্যরঞ্জন সাহা। অন্যদিকে খাবার মজুদ,খাবার স্যালাইন সংরক্ষণ ইত্যাদি সর্ম্পকে আলোচনা করেন মুকতার হোসেন। এছাড়া অনুষ্ঠানে দ্বন্দ্ব কি ও দ্বন্দ্বের ধরণ নিয়ে আলোচনা করেন রুমা আক্তার। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুবদের করণীয় সর্ম্পকে বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায় বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাংলাদেশ । জলবায়ু পরিবতনের প্রভাবে প্রায় প্রতিবছর ঘূর্ণিঝড়,বন্যা, জলোচ্ছ্বাস
ও খরার মত দুর্যোগ হচ্ছে । এতে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থা মোকাবেলায় যুবদেরও কিছু করণীয় আছে।’
আলোচনা সভায় উপস্থিত যুবদের মধ্য থেকে জয় রায়কে আহ্বায়ক ও অঞ্জনা সরকারকে যুগ্ন আহ্বায়ক করে ভেলাবাদ যুব সেচ্ছাসেবক
টিম গঠন করা হয়। ভেলাবাদ যুব সেচ্ছাসেবক টিম সিপিএন এর সাথে যুক্ত হয়ে কাজ করার কথা বলেন।