জলবায়ু ন্যায্যতা ও যুব সক্ষমতা তৈরিতে নেত্রকোনায় জলবায়ু পাঠশালার আসর অনুষ্ঠিত

নেত্রকোনা থেকে যুব সংগঠক-পার্থ প্রথিম সরকার
নেত্রকোনা সম্মিলিত যুবসমাজ পরিচালিত, আব্দুর রহমান ফাউন্ডেশন আয়োজনে এবং বারসিক’র সহযোগিতায় যুব জলাবয়ু পাঠশালার একাদশ আসর আব্দুর রহমান পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতির দায়িত্বপালন করেন আব্দুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক দেলোয়ার খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব সংগঠক পার্থ সারথি পাল, প্রবীণ ব্যক্তি মনজুরুল হক, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী মো: অহিদুর রহমান, যুব সংগঠনের ২৫ জন সদস্য ও সাংবাদিক বৃন্দ।


আলোচনা সভায় জলবায়ু পরিবর্তন, পরিবর্তনের ফলে নেত্রকোণা অঞ্চলের প্রাকৃতিক ও মানবসৃষ্ট ও সামাজিক দুর্যোগসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি, পরিবেশ, মানুষের জীবন জীবিকায় যে সমস্যা তৈরি হচ্ছে ও মানুষ কিভাবে সেই অভিঘাত মোকাবেলা করছে এবং যুব সমাজের কি কি করণীয় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রথমেই নেত্রকোণা সম্মিলিত যুবসমাজের সভাপতি পার্থ প্রথিম সরকার জলবায়ু পরিবর্তন নিয়ে যুবদের ভূমিকা, পৃথিবীর ও বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
আলোচনায় যুব সংগঠক বিকাশ দাস বলেন, ‘আমাদের জলবায়ু পরিবর্তনের নানামূখী সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। পৃথিবীর ধনী দেশগুলো তাদের ভোগবিলাসের কারণে পৃথিবীর বায়ু দূষিত হচ্ছে। দেখা দিচ্ছে নানা প্রাকৃতিক দুর্যোগ। আমাদের কৃষি ক্ষেত্রে হচ্ছে ক্ষতি। যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হচ্ছে না। একটি উলটাপাল্টা জলবায়ুগত সমস্যার মধ্য দিয়ে পাড়ি দিচ্ছি আমাদের সময়।’


সভাপতির বক্তব্যে আব্দুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক দেলোয়ার খান বলেন, ‘আমরা বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে আছে সবচেয়ে বেশি। আমাদের যুবসমাজ জলবায়ু সচেতন না । তাদের সচেতনতা ও সক্ষমতা তৈরিতে নেত্রকোণার যুবদের উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের বাংলাদেশ সবসময় প্রকৃতিনির্ভর ছিলো। আমরা প্রকৃতির যতœ নিই। আমরা দুর্যোগ থেকে বাঁচি।’

happy wheels 2

Comments