সাম্প্রতিক পোস্ট

সিংগাইরে যুব কর্মশালায় জেন্ডার সংবেদনশীল সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির ডাক

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ প্রতিনিধি

“প্রতিবেশীয় চর্চা করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বারসিক ও বায়রা কলেজের যৌথ আয়োজনে আজ (৮ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে জেন্ডার বৈচিত্র্য ও বহুত্ববাদী সাংস্কৃতিক সমাজ বিনির্মাণে যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে সেশন শুরু হয়। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ দুলাল চন্দ্র রায়। তারপর সেশন ভিত্তিক আলোচনায় সহায়কের ভূমিকা পালন করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম, প্রকল্প সহায়ক রিনা আক্তার।

সমাপনী সেশনে বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক নওয়াব আলী,অধ্যাপক সুলতান আলী, সহকারী অধ্যাপক নাজমুন নাহার, প্রভাষক মোঃমনোয়ার হোসেন, সাহিদা নার্গিস, শারিরীক শিক্ষক মো.পলাশ মিয়া প্রমুখ। যুব কর্মশালায় মূল উপাদানের মধ্যে থেকে আমরা নারী পুরুষে বৈষম্য হ্রাস করতে জেন্ডার সংবেদনশীল শিক্ষাঙ্গন গড়তে পারি। বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা যেন প্রগতিশীল বিজ্ঞান মনস্কামনা সমাজ বিনির্মান করতে পারি।

গ্রুপ ওয়ার্কে শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণ করেন সুকন্যা হালদার, শেখ জিসান, রুনা আক্তার ফাহিমা আক্তার প্রমুখ।

happy wheels 2

Comments