সাম্প্রতিক পোস্ট

গণসচেতনতার জন্য বৃক্ষরোপণ

নেত্রকোনা থেকে রনি খান

বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ব্যতিক্রমী এক আয়োজন করে রাজুর বাজার কলেজিয়েট স্কুল, নেত্রকোনা সম্মিলিত যুব সমাজ, প্রকৃতি ও জীবন ক্লাব। গণসচেতনতা তৈরি ও পরিবেশ সুরক্ষার এই গণ উদ্যোগটিকে সহায়তা প্রদান করে গবেষণা ভিত্তিক উন্নয়ন সংস্থা বারসিক। গতকাল ২২ আগস্ট রাজুর বাজার কলেজিয়েট স্কুল সংলগ্ন গ্রাম সমূহে প্রাণ-প্রকৃতির সাধক বাউল কবি রশিদ উদ্দিন এর গ্রামে ‘গ্রামকে সবুজায়ন করি’ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‘সবুজে বাঁচাই, সবুজে বাঁচি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিটি’র উদ্বোধন করেন রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, লোক গবেষক ও লেখক গোলাম মোস্তফা। উদ্বোধনকালে তিনি বলেন- ‘পৃথিবীতে জলবায়ু পরিবর্তন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদেরকে পরিবেশ সুরক্ষা করতে হবে। সেজন্য আমাদের শিক্ষার্থীদেরকে তৈরি করতে হবে। আমাদের পাঠ্যক্রমেও পরিবেশ ও জলবায়ু সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত। নতুন পাঠ্যক্রম অনুযায়ী শিশুদেরকে অভিজ্ঞতাভিত্তিক ব্যবহারিক শিক্ষার কথা বলা হয়েছে। সেজন্যই আমাদের ব্যতিক্রমি এই আয়োজন। এর ফলে শিক্ষার্থীরা যখন গ্রামে গ্রামে এই গাছগুলো নিয়ে যাবে মানুষের মধ্যে এক ধরণের সচেতনতা তৈরি হবে। শিক্ষার্থীরা নিজেদের হাতে গাছ লাগালে এ বিষয়ে তারা ব্যবহারিক দক্ষতা অর্জন করবে। এর ফলে একই সাথে পরিবেশ সুরক্ষা ও শিশুদের অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞানার্জন দুটোই হবে।’

উদ্বোধন শেষে ১২৫ জন শিক্ষার্থী ১২৫টি (৬০টি পেয়ারা ও ৬৫টি কাঁঠাল) গাছের চারা হাতে একটি সুসজ্জিত র‌্যালির মাধ্যমে পার্শ¦বর্তী গুজিরকোনা গ্রামে নবম শ্রেণি’র শিক্ষার্থী অনিক মিয়ার বাড়িতে গাছ রোপণ করে। পরবর্তীতে তারা বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে বাহিরচাপড়া, বালুয়াখালি ও রাজুর বাজারে বৃক্ষ রোপণ করে। অনিক মিয়ার অভিভাবক এই উদ্যোগটিকে স্বাগত জানান। তিনি বলেন ‘ এভাবে বাড়িতে বৃক্ষ রোপণ করলে ভালো হবে। সবাই গাছগুলোকে রক্ষা করবে। গাছগুলো সুরক্ষিত থাকবে।’

নেত্রকোনা সম্মিলিত যুব সমাজের সংগঠক তাজিম রহমান বলেন, ‘‘বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবণ করে আমরা ‘বৃক্ষরোপণ অভিযান’ কর্মসূচি হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় বারসিক, রাজুর বাজার কলেজিয়েট স্কুল এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় আমরা এখানে কার্যক্রমটি বাস্তবায়ন করছি। কার্যক্রমটি সফল করতে সবার সহযোগিতা কাম্য”। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল আই’র নেত্রকোনা জেলা প্রতিনিধি, বারসিক প্রতিনিধি, ওই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও নেত্রকোনা সম্মিলিত যুব সমাজের নেতৃবৃন্দ।

happy wheels 2

Comments