সাম্প্রতিক পোস্ট

প্রাকৃতিক উপায়ে জৈব বালাইনাশক তৈরি করবো

রাজশাহী থেকে রিনা মাহালী

গ্রামের প্রতিটি বাড়িতে পড়ে থাকা পতিত জায়গায় বৈচিত্র্যময় সবজি চাষে সবুজে সমৃদ্ধ করা, ও পাশাপাশি খাদ্যগুলো নিরাপদ চাষ করার লক্ষে, জগদীশ পুর গ্রামের জনগোষ্ঠী ও বারসিকের যৌথ উদ্যোগে জৈব বালাইনাশক তৈরী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে সম্প্রতি।

প্রশিক্ষণে জগদীশ পুর গ্রামের নারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ৫ ধরনের জৈব বালাইনাশক তৈরি করার উপায় শেখানো হয়। এই ৫ ধরনের জৈব বালাইনাশক হচ্ছে- ইপিল ইপিল পাতা, সীমপাতা এবং বরবটি পাতা মিশ্রণ দিয়ে একটি জৈববালাই তৈরি, তুতু ও চুন দিয়ে জৈববালাই তৈরি বালাইনাশক, গোবর খেল গুড়া দিয়ে একটি জৈব বালাইনাশক এবং ভেলনার পাতা দিয়ে তৈন জৈব বালাইনাশক।

এই প্রসঙ্গে গ্রামের নারীরা বলেন, ‘আমাদের কয়েকটি জানা ছিল, কিন্তু টাকা খরচ না করে বাড়ির আশেপাশে প্রাকৃতিক উপায়ে এতো সহজে জৈব বালাইনাশক তৈরী করা যায় এটা আমাদের জানা ছিল না।’ তারা আরও বলেন, ‘এসব জৈব বালাইনাশক তৈরি শিখতে পেরে আমরা খুব উপকৃত হলাম, এখন থেকে আমরা বাড়িতেই জৈব বালাইনাশক তৈরী করে আমাদের সবজি বাড়িগুলো বিষমুক্ত করবো। নিরাপদ সবজি চাষ করবো, সুস্থভাবে থাকবো।’

happy wheels 2

Comments