রাজশাহীতে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী থেকে উত্তম কুমার
স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা ও বারসিক’র উদ্যোগে সম্প্রতি কৃষি প্রতিবেশবিদ্যা, খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় গ্রামের যুবকসহ গ্রামের কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
কর্মশালায় কৃষি প্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু ন্যায্যতা উভয়ই অর্জিত হবে বলে অভিমত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
কর্মশালায় আলোচনাসভায় প্রশিক্ষক প্রত্যেক অংশগ্রহণকারীকে বাজার থেকে কী কী পণ্য ক্রয় করেন সে তালিকা তৈরি করার অনুরোধ করেন। দেখা যায় বেশির ভাগ অংশগ্রহণকারীই বাজার থেকে অনেককিছু ক্রয় করেন।
অংশগ্রহণকারিগণ বাজার অঙ্গীকার করেন নিজের উৎপাদন বৃদ্ধি করার মধ্য দিয়ে বাজার ওপর তাদের নির্ভরশীলতা কমাবেন এবং এ জন্য তারা কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা করবেন।
অংশগ্রহণকারীরা জানান, আমাদের বাড়ির আশেপাশে এবং আনাচে-কানাচে যে ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে ফসল পরিবেশবান্ধব উপায়ে খাদ্য উৎপাদন করে আমাদের নিরাপদ খাদ্য চাহিদা পূরণ করবেন।