লজ্জা নয় প্রয়োজন বয়োঃসন্ধিকালীন সমস্যা সম্পর্কে স্বচ্ছ ধারণা

রাজশাহী থেকে মো. জাহিদ আলী

আমাদের স্বাস্থ্য আমাদের হাতে সুস্থ থাকতে আমাদের নিয়ম মেনে চলতে হবে এই প্রতিপাদ্য বিষয়ের উপর গত ৬ ডিসেম্বর ২০১৭ তারখে কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকে শান্তিপুর নারী সদস্যদের উদ্যোগে স্বাস্থ্য শিক্ষার আসর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামুলক এই আসরে বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যা, জরায়ু ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ে আলোচনা করা হয়।

DSC00015
অংশগ্রহণমুলক এই আলোচনায় কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাডার ফারজানা সুলতানা এর পরিচালনায় বয়োঃসন্ধিকালীন নারীদের স্বাস্থ্য সমস্যা, জরায়ু ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রাথামিক লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে সহজ এবং সাবলীলভাবে বর্ননা করেন। তিনি জানান, সুস্থ থাকার প্রাথমিক শর্ত স্বাস্থ্যবিধি ও প্রজনন স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত খাবার গ্রহণ ও পরিমিত ঘুমানো। এর ব্যত্যয় ঘটলে আমাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পড়তে হয়।

এ প্রসঙ্গে অংশগ্রহণকারী মুর্শিদা খাতুন বলেন, “বয়োঃসন্ধিকালীন সমস্যাগুলো মেয়েরা বলতে লজ্জা করে। এ সময় তাদের সমস্যার কথা পরিবারের সদস্যদের কাছে বলতে চায় না।”

DSC00009
শ্রীমতি তারা রানী বলেন, “আমাদের গ্রামে অনেকজনের এ রোগের সমস্যা আছে, কয়েকজন চিকিৎসা করিয়েছে। যারা চিকিৎসা করিয়েছে তারা ভালো আছে, এই চিকিৎসা শহরে গিয়ে নিতে হয়। গ্রামে চিকিৎসা না থাকায় অল্প সমস্যায় এ রোগের সেবা কেউ নিতে চা য় না।”
অংশগ্রহণকারী গৃহিনী আনোয়ারা বেগম জানান, সরকারি হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার এর চিকিৎসা হয় শুনেছেন। কিন্তু কিভাবে এ রোগ থেকে মুক্ত থাকা যায় তা আজ বুঝতে পারলেন। তিনি বলেন, “আমি নিজেও চেষ্টা করব এই রোগ থেকে মুক্ত থাকার এবং অন্যকেও এই সমস্ত রোগের প্রতিকার সম্পর্কে জানাবো।”

নিরবঘাতী জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণে বেশির ভাগ নারীই এই রোগের চিকিৎসা নিতে আসে দেরি করে। ততক্ষণে এই রোগের মাত্রা অনেকাংশে ছাড়িয়ে যায়। নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও সকল রোগ সম্পর্কে সচেতনতাই পারে বয়োঃসন্ধিকালীন সমস্যা, জরায়ুও ব্রেষ্ট ক্যান্সারের মতো আপত গোপন রোগ হতে নিজেকে মুক্ত রাখতে।

happy wheels 2

Comments