সাম্প্রতিক পোস্ট

নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষকগণ

নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষকগণ

মানিকগঞ্জ থেকে আাছিয়া আক্তার ও নজরুল ইসলাম

গত ৩ মে বারসিক’র আয়োজনে কবি নজরুল উচ্চ বিদ্যালয় বাইমাইল, সিংগাইর, মানিকগঞ্জে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ রোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায় এবং মূল প্রবন্ধ পাঠ করেন সিংগাইর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিলকিস নাহার।

IMG_20180503_140249
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, বায়রা কলেজের সহকারি অধ্যাপক নাজমুন নাহার নাাজ, বায়রা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. হালিম মিয়া, কবি নজরুল উচ্চ বিদ্যালয় বাইমাইল এর পরিচালনা পর্ষদ এর সদস্য মো. নজরুল ইসলাম, বারসিক’র প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম, বারসিক কর্মকর্তা গাজী শাহাদত হোসেন বাদল, রিনা আক্তার ও আছিয়া আক্তার প্রমুখ।

IMG_20180503_140953
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকমন্ডলীর সাথে উদ্যমী কিছু শিক্ষার্থী উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাদের কয়েকজন সহপাঠী বাল্য বিবাহের শিকার হয়েছে এবং তাদের পরিণতি ভালো হয়নি বলে উল্লেখ করেন। আলোচনায় বক্তারা নারীর ক্ষমতায়নে নারীকেই আগে এগিয়ে আসা ও সোচ্চার হওয়ার আহবান জানান। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার ব্যক্ত করলেন শিক্ষকগণ।

happy wheels 2

Comments