বাতাসে ভেসে বেড়ায় মুকুলের মিষ্টি ঘ্রাণ

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

গাছে গাছে মুকুল। মুকুলের ভারে নুয়ে পড়েছে আম গাছের ডাল-পালা। ঢাকা পড়েছে গাছের পাতা। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মৌমাছিরাও ব্যস্ত মধু আহরণে। এবার নির্ধারিত সময়ের কিছু দিন আগেই আমের মুকুল আসতে শুরু করেছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের ভালো ফলন হবে বলে আশা করছেন চাষি ও গাছের মালিকরা।

1 (13)
মানিকগঞ্জের গ্রাম ও শহরের প্রতিটি বাড়িতেই কমবেশি আমগাছ রয়েছে। বাণিজ্যিকভিত্তিক আম বাগানের সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অনেকের বাড়ির ছাদেও উন্নত জাতের আম গাছের চারা লাগিয়ে পরিচর্যা করে প্রতি মৌসুমেই আম পাচ্ছেন। আবার অনেকে বারোমাসি আমগাছও লাগিয়েছেন।

এ বছর আমগাছে মুকুলের বিপুল সমারোহ ঘটেছে। এখন আমচাষীরা মুকুল যাতে কুয়াশা ও পোকার আক্রমণে নষ্ট না হয় এজন্য বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করে চলেছেন। মাটি ও আবহাওয়াগত কারণেই মানিকগঞ্জ জেলার আমের খ্যাতি রয়েছে।

happy wheels 2

Comments