চলুন ঈদের আনন্দটাকে বাড়াই
নেত্রকোনা থেকে আওলাদ হোসেন রনি
‘চলুন ঈদের আনন্দটাকে বাড়াই’ এই স্লোগানকে ধারণ করে নেত্রকোনা ডিবেট এসোসিয়েশন পবিত্র ঈদুল-আযহা ২০১৮ উপলক্ষে নেত্রকোনা শহরের দরিদ্র মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করে।
এর আগে নেত্রকোনা ডিবেট এসোসিয়েশনের বিভিন্ন সদস্যদের বাড়ি থেকে কোরবানির মাংস সংগ্রহ করেন ডিবেট এসোসিয়েশনের সদস্যরা। কোরবানির মাংস সংগ্রহের পর তা নগরের দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ডিবেট এসোসিয়েশনের ফরিদুর রেজা খান, জুনায়েদুল ইসলাম প্রিন্স, মিটুন শর্মা এবং আওলাদ হোসেন রনি।
কোরবানির মাংস বিতরণ করার পর এ প্রসঙ্গে ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান ফরিদুর রেজা খান বলেন, ‘ঈদ মানে খুশি। আর এই খুশিটাকে বাড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। আমরা মনে খুশি মূলত পরস্পর বিনিময় করলে বাড়ে। আমরা আমাদের উদ্যোগটিকে আরো সামনে এগিয়ে নিতে চাই। আর সেজন্য চাই সবার সহযোগিতা।’