চলুন ঈদের আনন্দটাকে বাড়াই

নেত্রকোনা থেকে আওলাদ হোসেন রনি

‘চলুন ঈদের আনন্দটাকে বাড়াই’ এই স্লোগানকে ধারণ করে নেত্রকোনা ডিবেট এসোসিয়েশন পবিত্র ঈদুল-আযহা ২০১৮ উপলক্ষে নেত্রকোনা শহরের দরিদ্র মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করে।

39861925_498721453924686_6768145705694396416_n

এর আগে নেত্রকোনা ডিবেট এসোসিয়েশনের বিভিন্ন সদস্যদের বাড়ি থেকে কোরবানির মাংস সংগ্রহ করেন ডিবেট এসোসিয়েশনের সদস্যরা। কোরবানির মাংস সংগ্রহের পর তা নগরের দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ডিবেট এসোসিয়েশনের ফরিদুর রেজা খান, জুনায়েদুল ইসলাম প্রিন্স, মিটুন শর্মা এবং আওলাদ হোসেন রনি।

39875566_264266467741768_2860456478358110208_n

কোরবানির মাংস বিতরণ করার পর এ প্রসঙ্গে ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান ফরিদুর রেজা খান বলেন, ‘ঈদ মানে খুশি। আর এই খুশিটাকে বাড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। আমরা মনে খুশি মূলত পরস্পর বিনিময় করলে বাড়ে। আমরা আমাদের উদ্যোগটিকে আরো সামনে এগিয়ে নিতে চাই। আর সেজন্য চাই সবার সহযোগিতা।’

happy wheels 2

Comments