লোকালয়ে চলে আসা হরিণ যুব উদ্যোগে সুন্দরবনে অবমুক্ত

শ্যামনগর, সাতক্ষীরা থেকে মননজয় মন্ডল

২২ এপ্রিল ২০২০ বুধবার ভোর পাঁচটার দিকে সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে চলে আসে একটি হরিণ। শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে চলে আসা বন্য হরিণটি দেখতে পাওয়া যায়। এ সময় বারসিক কর্মকর্তা  মননজয় মন্ডল নিজেদের এলাকার কিছু যুবদের নিয়ে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা এই হরিণটি নেট জাল দিয়ে কৌশলে ধরে ফেলেন। এ প্রসঙ্গে যুবরা বলেন, আমরা  যখন  হরিণটি দেখতে পাই তখন  আমাদের এলাকার যুবদের নিয়ে  অনেকটা কৌশল করে এটি কে ধরে ফেলি। বর্তমান করোনা পরিস্থিতিতে যতদূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে হরিণটিকে একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করে রেখে দেই। এরপর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু স্থানীয় বন বিভাগ এবং এলাকার সাংবাদিকদের বিষয়টি মোবাইল ফোনে অবহিত করি।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন ও কদমতলায় স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ সঙ্গীয় ফোর্স নিয়ে এবং সিপিপি সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের হাতে হরিণটি হস্তান্তর করা হয়। এসময় স্থানীয় মানুষেরা দাবি করেন যেন সঠিক উপায়ে হরিণটি সুন্দরবনের অবমুক্ত করা হয়। এ বিষয়ে বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা আবু সায়েদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং হরিণটি উদ্ধার করে তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষা করি। হরিণটির শরীরে কোন ক্ষত না থাকায় ও হৃদক্রিয়া স্বাভাবিক থাকায় মুন্সিগঞ্জ ওপারে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেই। এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন, মিজানুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পীযূষ বাউলিয়া পিন্টু, সাংবাদিক বিল্লাল হোসেন, স্থানীয় মহিদুল ইসলাম, রুহুল কুদ্দুস প্রমূখ। বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় যুবদের এই মানবিক উদ্যোগ সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

happy wheels 2

Comments