সাম্প্রতিক পোস্ট

শ্যামনগর উপকূলে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান

করোনাকালীন সময়ে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালীনি ইউনিটের উদ্যোগ ও আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে উপকূলীয় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১০ টা থেকে কলবাড়ি সিডিও’র প্রধান কার্যালয়ে বারসিক’র সহযোগিতায় উপকূলীয় এলাকার মানুষের শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বারসিক এর লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরানের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মেডি এইড হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মুজাহিদুল ইসলাম (সাঈদ) (এমবিবিএস) এর নিবিড় পর্যবেক্ষণে ওই এলাকার নারী, পুরুষ, শিশু, প্রবীণ, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিডিও ইয়ুথ টিমের উপজেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বুড়িগোয়ালীনি ইউনিটের সাধারণ সম্পাদক গোপাল মন্ডল,সাংগঠনিক সম্পাদক মিঠু হোসেন, রুমন সহ অনেকে।

happy wheels 2

Comments