স্ট্যান্ডিং কমিটি শক্তিশালী হলে প্রান্তিক মানুষের উন্নয়ন বাড়ে

রাজশাহী থেকে অমৃত সরকার
রাজশাহী জেলার তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদ। গত ২১ সালের ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হন। সে প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়নের জন্য ১৩টি স্ট্যান্ডিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। ইউনিয়ন পরিষদের সাথে দীর্ঘদিনের কাজের প্রেক্ষিতে নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিব বারসিক’র কাজের সাথে সম্পৃক্ত কমিটিগুলোতে জনসংগঠনের সদস্যদের নাম দিয়ে সহযোগিতার কথা বলেন।


ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সরাসরি প্রান্তিক মানুষের সাথে যুক্ত থাকে। তাই প্রান্তিক মানুষের উন্নয়নে এখানে কাজের সুযোগ অনেক। এখানে উল্লেখ্য যে, বারসিক দীর্ঘদিন কাজের ফলে তালন্দ ইউনিয়নের মোহর ও সেলামপুর গ্রামে শক্তিশালী জনসংগঠন গড়ে উঠেছে। সেখান থেকে ৪টি স্ট্যান্ডিং কমিটিতে জনসংগঠনের সদস্যরা যুক্ত হলেন। এর মধ্য কৃষি মৎস্য, পশু সম্পদ ও অনান্য উন্নয়নমূলক কমিটিতে মোহর স্বপ্ন আশার আলো যুব সংগঠনের সভাপতি আলমগীর হোসেন। সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে মোহর শ্যামলী নারী সংগঠনের সভাপতি রিমা সূত্রধর। পারিবারিক বিরোধ নিরসন ও নারী ও শিশু কল্যাণ কমিটিতে সেলামপুর নারী সংগঠনের সভাপতি সুমি খাতুন। পল্লী অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, সংরক্ষন কমিটিতে মোহর স্বপ্ন আশার আলো যুব সংগঠনের সম্পাদক মো. সবজুল হোসেন যুক্ত হন।


এ বিষয়ে ৫নং তালন্দ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন বাবু বলেন, ‘স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরর অনেক ভূমিকা রয়েছে প্রান্তিক মানুষের সার্বিক উন্নয়নের। আমি সকল কমিটিকে সার্বিক সহযোগিতা করব যাতে করে একটি স্থায়িত্বশীল উন্নয়নে কমিটিগুলো ভূমিকা রাখতে পারে।’


নতুন কমিটিতে যুক্ত হয়ে সেলামপুর নারী সংগঠনের সভাপতি সুমি বেগম বলেন, ‘আমাদের মতো অনেক নারী আছে যারা ইউনিয়ন পরিষদের সেবা সম্পর্কে তেমন জানে না। আমি চাই আমার কাজের মাধ্যমে যেন নারী ও শিশুদেও সার্বিক উন্নয়ন হয়।’

happy wheels 2

Comments