বন্য প্রাণী রক্ষা করি, সুন্দর দেশ গড়ি

রাজশাহী থেকে উত্তম কুমার

তানোর থানার আমশো গ্রামের মোঃ আজিবুর ফকির (৫৮)। তাঁর বাড়ির চারপাশে আমের ফলজ বাগান, বড় তেঁতুল গাছ, বাঁশঝাড়, অনেক পুরাতন গাছ, যেন প্রকৃতির সৌন্দর্য ঘিরে রেখেছে বাড়ির চারপাশ। তার আরও দু’জন ভাই রয়েছে। কিন্তু তারা যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে নতুন বাড়ির এবং পাশে মার্কেট করতে গিয়ে ঐতিহ্যবাহী বড় গাছগুলো বিলুপ্ত করে দিয়েছেন।

তবে মো: আজিবুর ফকির এখনো তার পিতার ঐতিহ্যবাহী বিষয়গুলো ধরে রেখেছেন। তার তেতুল গাছ ফলজ বাগান কোনটাই নষ্ট করেননি। বাড়ির পাশে রয়েছে অনেক পুরাতন গাছও। সেই গাছগুলোতে বাসা বেঁধেছে নানান ধরনের পাখি। আর সেই পাখিগুলো প্রতিনিয়ত শুনে যাচ্ছে নানান সুরে গান।

পাখি প্রেমী আজিবুর ফকির তার ফল গাছগুলো টেন্ডার দেযন না। কারণ টেন্ডার দিলে যদি পাখিগুলো বসতে না দেয়। তার বাড়িতে গেলে চারপাশে পাখির ডাকে মুগ্ধ হবে যে কেউ। তিনি সবসময় পাখিগুলোকে পাহারা দেন, যেন কোন শিকারি এসে শিকারও না করতে পারে। পাখিগুলোর জন্য উঠানে নানান ধরনের খাবার যেমন ধান, ভাত, চাল গম ছিটিয়ে রাখেন । যেন পাখিগুলোর ক্ষুধা লাগলে এসে খেতে পারে।

এই প্রসঙ্গে আজিবুর ফকির বলেন, ‘পাখি আমাদের অনেক ধরনের উপকার করে। পাখি আমাদের ফসলের ক্ষতি করা পোকাগুলো খেয়ে ফসল ভালো রাখে। পাখির সুরে আমাদের মন ভালো রাখে। এটি আমাদের দেশের সম্পদ । তাই আসুন আমরা পাখিগুলোকে রক্ষার উদ্যোগ নিই। এটা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।’

happy wheels 2

Comments