শীতার্ত মানুষের পাশে মানবিক জনপ্রতিনিধি

নেত্রকোনা থেকে দিপালী আক্তার ও রুখসানা রুমি
শীত এলেই গ্রাম শহরের দলিত, প্রবীণ, প্রতিবন্ধি নারী-শিশুরা ঠান্ডাজনিত রোগে ও শীতে কষ্ট পান। এসব বিষয়কে নিয়ে প্রতিবছরই নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের অগ্রযাত্রা কিশোরী সংগঠনের সদস্যরা ১০০ জন প্রান্তিক দলিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন। তারা এসব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন নাজমুল হক।


সংগঠনের সদস্যরা বেগম রোকেয়া দিবসে নেত্রকোনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার ও কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হককে নিয়ে অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের দাবি ছিলো যে, শীতে গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য। তাদের দাবির প্রেক্ষিতে ১০০ কম্বল নিয়ে সহযোগিতা করেন নেত্রকোনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মানবিক জনপ্রতিনিধি তুহিন আক্তার ও কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক।


কম্বল নিতে আসা অতিদরিদ্র ৭০ বছরের প্রবীণ দুই সতিন কালা বানু ও লালবানু বলেন, “আমরা অনেকবছর পর দুই জালে একসাথে কম্বল পাইছি। শীতে আর কাইতা পারতনা।” প্রধান অতিথির ভাষণে মহিলা ভাইসচেয়ারম্যান তুহিন আক্তার বলেন, “আমি আপনাদের পাশে সহযোগিতা নিয়ে সবসময় থাকতে চাই, আমাদের রাজনীতি তো আপনাদের জন্যই। যখনই কোন দুর্যোগ বা সংকটে পড়েন আমার সাথে দেখা করবেন। নিজ সাধ্য অনুযায়ি সহযোগিতা করবো।’


কাইলাটি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বলেন, “এলাকার মানুষের বিপদে সহযোগিতা করতে পারা আমাদের দায়িত্ব। আমরা করোনার সময়ও এই কিশোরী সংগঠনের সদস্যদের মাধ্যমে মাস্ক, স্যানিটাইজার, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ প্রদান করেছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। মানুষের সেবার চেয়ে বড় কিছুই নাই।’
কম্বল বিতরণ শেষে গ্রামীণ পিঠা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।

happy wheels 2

Comments