যুবকদের সমন্বিত উদ্যাগ আশা দেখাচ্ছে
সত্যরঞ্জন সাহা, হরিরামপুর, মানিকগঞ্জ
‘বৃক্ষ আমাদের জীবন, বৃক্ষ অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে এই স্লোগানে গতকাল যুবকদের সমন্বিত উদ্যোগে বৃক্ষ রোপণের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে যুবকগণ অঙ্গীকার করেন যে, আগামীর পথকে আরো প্রসস্থ করার জন্য এসব কর্মসূচিতে তারা সক্রিয় থাকবেন।
অনুষ্ঠানে পদ্মা পাড়ের পাঠশালা পরিচালক মীর নাদিম হোসেন বলেন, আজকে আমাদের ছোট ছোট উদ্যোগ, আগামী দিনের সুন্দর কিছুর প্রত্যাশায় আমরা কাজ করছি। আমাদের সুন্দর উদ্যোগগুলো দেখে কাজের সাথে যুক্ত হচ্ছেন যুবকগণ, সমাজের জন্য কাজ করে নিজেদেরকে সমৃদ্ধ করছেন। যুবকগণ আগামী দিনের নেতৃত্ব দানে নিজেকে তৈরি করছেন। সামজিক উদ্যোগ ও সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করছেন। নিজেদের চিন্তা শক্তিকে বাড়াতে মতামত প্রদান করে একে অপরের সহযোগিতায় কাজ করছে।’
হরিরামপুর যুব স্বেচ্ছাসেবক টিমের আহবায়ক শাহীন টিটু বলেন, ‘যুব তরুণদের নিয়ে সমাজের জন্য কাজ করতে খুব ভালো লাগে। আমাদের কাজগুলো সমাজের মানুষ জন যুক্ত হয়ে সমন্বিতভাবে কাজ করেন, আমাদেরকে উৎসাহিত করছে। আমাদের সাথে উদ্যোগী মানুষজন প্রতিনিয়ত যুক্ত হয়ে কাজ করছেন। আমরা সমাজের উন্নয়নে কাজ করছি, প্রান্তিক মানুষজন সরকারি সহযোগিতা পাচ্ছেন। স্বেচ্ছাসেবক টিম সকারি বেসরকারি অফিসের সাথে যুক্ত থেকে কাজ করায় আমাদের এ কাজের মূল্যায়ন হচ্ছে।’
অনলাইনভিক্তিক হরিরামপুর স্বেচ্ছাসেবক টিমের আহবায়ক জাকির হোসেন বলেন, ‘করোনা মহামারিতে আমাদের কিছু নতুন শিক্ষা অর্জন হয়েছে। সরাসরি কাজ ছাড়াও অনলাইনে কাজ করা যায়। অনলাইনে নতুন মানুষ যুক্ত হয়ে কাজটি আরো সুবিধা হলো। অনলাইনভিক্তিক প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতনতা সৃষ্টিতে সহায়ক হয়। আমাদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে যুবকগণ কৃষি কাজের সাথে যুক্ত হয়ে পরিবারকে সহযোগিতা করছে। করোনায় সমাজের মানুষ জন দুঃখ দুরদশায় (নিরাপদ দুরুত্ব বজায় রেখে) পাশে থেকে সহযোগিতার করছে। প্রাণ সম্পদ রক্ষায় ও কৃষি বৈচিত্র্য রক্ষায় টিমের সদস্যগণ কাজ করছে। আমরা সফল সাথে এগিয়ে যাচ্ছি, নতুন পথ ধরে সমৃদ্ধি পথে। ’
উল্লেখ্য, যুবকগণ নিজের লেখাপড়ার পাশাপাশি করোনা মহামারিতে পরিবারের সাথে থেকে কৃষি কাজ করে নিরাপদ খাদ্য উৎপাদন করে সহযোগিতা করছে। বারসিক’র সাথে থেকে স্বেচ্ছাসেবকগণ সামাজিক কাজ করে এলাকায় সুনাম অর্জন করছেন। ইতিমধ্যে হরিরামপুর স্বেচ্ছাসেবক টিমের সদস্যগণ বাল্য বিবাহ রোধ, কিশোরীদের সাইকেল চালানো উৎসাহিত, পদ্মা নদী দুষণমুক্ত রাখায় নদীর তীর পরিষ্কার পরিচ্ছন রাখা, বৃক্ষ রোপণ, রাস্তার পাশে তাল খেজুর বীজ বপন, শাকসবজি চাষে বীজ ও চারা বিনিময়, পাখি রক্ষায়, বন্যায় ভাঙ্গা রাস্তায় সাঁকু তৈরি করে মানুষের যাতায়াতে, স্বেচ্ছাশ্রমে শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনা, পথ ব্যক্তিদের খাবার দিয়ে সহযোগিতা করছেন। টিমের সদস্যগণ উপজেলা প্রশাসনকে যুক্ত করে সরকারি সহযোগিতা প্রাপ্তি ও প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি সেবা প্রদানে উদ্যোগ গ্রহণ করছেন।