সাম্প্রতিক পোস্ট

রাসায়নিক সার ও বিষমুক্ত খাদ্য উৎপাদন করবো

সিংগাইর মানিকগ্ঞ্জ থেকে সঞ্জিতা কির্ত্তুনীয়া ও অনন্যা আক্তার
সম্প্রতি সিংগাইর উপজেলা পরিষদ মিলনায়তনে বারসিক কর্তৃক আয়োজিত বিশ^ মানসিক স্বাস্থ্য দিবসে রাসায়নিক বালাইনাশক ব্যবহারে মানসিক স্বাস্থ্যের প্রভাব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘একটি অসম বিশে^ মানসিক স্বাস্থ্য’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিংগাইর উপজেলা পরিষদ ভবনের বিআরডিবি সভাকক্ষে দিবসটি পালিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুজহাত নওরীন আমিন, আরও উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডিজিস কন্ট্রোল ডাঃ মোঃ রায়হানুল হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আনোয়ারা খাতুন, সিংগাইর কারিগরী কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, প্রোগ্রাম সমন্বয়ক শিমুল কুমার বিশ^াস, মাসুদুর রহমান, প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কর্ম এলাকার কৃষক কৃষাণী, কিশোর কিশোরী, প্রবীণ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।


অনুষ্ঠানটি কৃষক সিরাজুল ইসলামের সভাপত্বিতে ও মাসুদুর রহমানের সঞ্চালনায় শুরু হয়। আলোচনায় প্রধান অতিথি বলেন, ‘সুন্দরভাবে জীবনযাপন করতে হলে আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আমাদের জীবনে যত সংগ্রাম সবই খেয়ে পরে সুস্থভাবে বেচেঁ থাকার জন্য। আর সুস্থ থাকতে হলে আমাদের সার বিষ মুক্ত নিরাপদ খাবার উৎপাদন করতে হবে এবং খেতে হবে।’ বিশেষ অতিথি ডাঃ নুজহাত নওরীন আমিন বলেন, ‘শিশু, কিশোর, নারী, পুরুষ, বৃদ্ধসহ সকলকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সবাই মিলে সুস্থ থাকার অঙ্গীকার করি আমরা।’


আলোচনা সভায় অন্যান্য অতিথিবৃন্দ এবং বক্তারা বলেন, ‘বর্তমানে উৎপাদন বেশি হলেও খাদ্যের পুষ্টি গুণ কম। কৃষকদের প্রতি ইঞ্চি জমি সঠিকভাবে ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে, এবং নিরাপদ খাদ্য উৎপাদন করতে বলা হয়েছে। অধিক উৎপাদনের আশায় আমরা মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছি এতে করে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি। অতিরিক্ত সার বিষ দেওয়া খাবার খেয়ে আমরা নানা ধরনের কঠিন রোগে আক্রান্ত হচ্ছি।’

happy wheels 2

Comments