সম্মিলিত উদ্যোগই সমস্যা সমাধানের উপায়
সাতক্ষীরা, শ্যামনগর থেকে বিশ^জিৎ মন্ডল
বারসিক’র উদ্যোগে উপকূলীয় এলাকায় গড়ে উঠা বিভিন্ন পেশাজীবী জনসংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে হায়বাতপুর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির কার্যালয়ে জনসংগঠনসমূহের চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা ও মুল্যায়ন বিষয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সম্পতি।
সভায় উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপত্বিতে ও বারসিক কর্মকর্তা বিশ^জিৎ মন্ডলের সঞ্চালনায় এবং এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পালের শুভেচ্ছা বক্তব্যে ও পরিচিতির মাধ্যমে সভার শুভ সূচনা হয়। সভায় বর্তমান সময়ের এবং নতুনভাবে আগ্রহী ও উদ্যোগী ৩২টি জনসংগঠনের প্রতিনিধি, জনসংগঠন সমন্বয় কমিটির সদস্য, বারসিক কর্মকতাসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহনকারী কালমেঘা কৃষি নারী সংগঠনের সভানেত্রী বনশ্রী রানী বলেন, ‘আমরা সংগঠন তৈরির পর থেকে নানান ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু ২০১৯ সালের মহামারী করোনার কারণে আমাদের সংগঠনের কাজ কিছুটা হলেও পিছিয়ে গেছে। আমাদের যে সঞ্চয় কার্যক্রম ছিলো তা বন্ধ করার উপক্রম হয়েছিলো। তারপরও নিজেরা সেটা ঠিক রেখেছি। আমাদের অন্যান্য সংগঠনগুলো করোনার কারনে ধীর গতি হয়ে গেছে। এখান থেকে আমাদের বের হতে হবে এবং সামানের দিকে এগিয়ে যেতে হবে। তার জন্য সকলের সহায়তা ও একত্রিত হতে হবে।’
অন্য অংশগ্রহণকারীরা জানান, ‘আমাদের নিজেদের আরো বেশি আগ্রহী হতে হবে। আমাদের সংগঠনগুলো আরো শক্তিশালী করতে হবে। আমাদের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্টানের সাথে যোগাযোগ তৈরি ও সম্পর্ক উন্নয়ন করতে হবে। এলাকার জন্য সঠিক পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করতে হবে।’
সবশেষে অংশগ্রহনকারীরা তাদের নিজ নিজ সংগঠন শক্তিশালীর পাশাপাশি উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি শক্তিশালী করার আহবান জানান। তারা জানান, ‘বর্তমান সময়ে প্রত্যেক সংগঠন ও এলাকায় নানান সমস্যার উৎপত্তি হচ্ছে তার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত সময়ে যে নানান প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বা বর্তমান ঘটছে তা আমাদের খুবই ভাবিয়ে তুলেছে। বর্ষা মৌসুমের শুরুর আগে পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের জলাবদ্ধতার সন্মূখীন আবার হতে হবে। আর এ জলাবদ্ধতা দূরীকরণের জন্য পুর্ব প্রস্তুতি বিভিন্ন কর্মসূচী গ্রহন করতে হবে সকলকে। সম্মিলিত উদ্যোগই সমস্যা সমাধানের উপায়।’