কেঁচো কম্পোস্ট মাটির গুণাগুণ বৃদ্ধি করে
কেঁচো কম্পোস্ট মাটির গুণাগুণ বৃদ্ধি করে
কলমাকান্দা, নেত্রকোনা থেকে গুঞ্জন রেমা
কলমাকান্দা উপজেলার বনবেড়া ও চন্দ্রডিংগা গ্রামে কেঁচো কম্পোস্ট তৈরি ও এর ব্যবহার বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। বেসরকারি গবেষণা সংস্থা বারসিক এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা এবং পরিবেশ সচেতন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আবদুল মোতালেব যিনি প্রায় এক যুগ ধরে কেঁচো কম্পোস্ট তৈরি, ব্যবহার ও বিক্রি করে সফলতা পেয়েছেন। তিনি কেঁচো কম্পোস্টের কার্যকারিতা, মাটির স্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা এবং রাসায়নিক সারের বিকল্প হিসেবে এটি ব্যবহারের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “কেঁচো কম্পোস্ট মাটির গুণাগুণ বৃদ্ধি করে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
কর্মশালায় হাতে-কলমে কেঁচো কম্পোস্ট তৈরির পদ্ধতি দেখানো হয়। অংশগ্রহণকারীরা কেঁচো কম্পোস্টের উপকারিতা ও তৈরি প্রক্রিয়া শিখে সন্তোষ প্রকাশ করেন। বাঁধ রক্ষা কমিটির সম্মানিত সভাপতি সুনীল ম্রং বলেন, “এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের জন্য অত্যন্ত উপকারী। এটি আমাদের রাসায়নিক সারের খরচ কমিয়ে পরিবেশবান্ধব কৃষি করতে সহায়তা করবে।”
এর আগে প্রশিক্ষণের লক্ষ উদ্দেশ্য তুলে ধরার সময় বারসিক এর উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা বলেন, “কেঁচো কম্পোস্টের ব্যবহার শুধু কৃষির উন্নয়নে নয়, পরিবেশ রক্ষায়ও কার্যকর ভূমিকা রাখবে। তাই এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং এর ব্যবহারকে জনপ্রিয় করতে হবে।”
প্রশিক্ষণে মোট ৪০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা কেঁচো কম্পোস্ট তৈরি পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানতে পেরেছেন এবং কেঁচো কম্পোস্ট তৈরি ও উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। পরিমল রেমা ও নাহাজন হাজং এর বাড়িতে দুটি হাউজে কেঁচো কম্পোস্ট স্থাপন করা হয়েছে।