সাম্প্রতিক পোস্ট

নবান্ন উৎসবে সম্মাননা পেলেন ছয়জন কৃষক

রাজশাহী থেকে অমৃত সরকার

বরেন্দ্র বীজ ব্যাংকের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার দুবইল গ্রামে গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে উদযাপিত হয়েছে নবান্ন উৎসব ও কৃষক সম্মাননা অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবারও কৃষকরা আমন ও আউশ মৌসুমে চাষ করা দেশি ধানের বীজ বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকে জমা দেন এবং পুনরায় নিজেদের মধ্যে বিনিময় করেন। দেশি ধানের চাষ, বীজ সংরক্ষণ, কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা, রবিশস্য চাষ বৃদ্ধি এবং বিল এলাকার পানি সহনশীল ধানের চাষে অবদান রাখার জন্য এ বছর ৬ জন কৃষক-কৃষাণীকে সম্মাননা দেওয়া হয়।

কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চায় অবদান রাখায় কৃষক মোঃ আঃ হামিদকে (তানোর, রাজশাহী) সন্মাননা প্রদান করা হয়। তিনি ২০১৫ সাল থেকে ভার্মি কম্পোস্ট উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করছেন। নিজের চাষে সাফল্য দেখে এলাকার কৃষকদের এটি ব্যবহারে উৎসাহিত করেছেন। ২০২৩-২৪ সালে তিনি ১,১৭,৭৫০ কেজি ভার্মি কম্পোস্ট বিক্রি করেছেন। মাটির গুণাগুণ বৃদ্ধি ও জৈব পদার্থের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে তিনি মাটি পরীক্ষার জন্য কৃষকদের সচেতন করছেন।

দেশি আউশ ধান চাষে অবদান রাখায় কৃষক মোঃ সিরাজ উদ্দিনকে (যশপুর, তানোর) সন্মাননা দেয়া হয়। মাত্র ৩ বছর আগে বরেন্দ্র কৃষক বীজ ব্যাংক থেকে কালোশনি, কালামানিক, ও লালকুমড়ি জাতের ধান চাষ শুরু করেন। বর্তমানে তিনি ১৫ বিঘা জমিতে সফলভাবে আউশ ধান চাষ করছেন। তার সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন।

পানি সহনশীল ধান চাষে অবদান রাখায় কৃষক মোঃ হাসান জামান সিদ্দিকী হামিদকে (তানোর, রাজশাহী) সন্মাননা প্রদান করা হয়। (পার নওগাঁ)। তিনি পাকির বিল এলাকার নিচু জমিতে ২০১৮ সাল থেকে লক্ষী দিঘা জাতের ধান চাষ শুরু করেন। ২০২৩ সালে ২৫০ বিঘা জমিতে এই ধানের চাষ হয়েছে এবং পরবর্তী মৌসুমে ৫০০ বিঘা জমিতে চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৈচিত্র্যময় দেশি ধান চাষে অবদান রাখায় কৃষক মোঃ আবুল বাশার হামিদকে (তানোর, রাজশাহী) সন্মাননা প্রদান করা হয় (দুবইল, তানোর)। তিনি নিয়মিত বরেন্দ্র কৃষক বীজ ব্যাংক থেকে দেশি ধানের বীজ নিয়ে চাষ করেন এবং ভালো ফলাফল পাচ্ছেন। তার চাষ করা ধানগুলোতে রোগবালাই কম হওয়ায় উৎপাদন খরচ কম এবং বাজারদর বেশি।

পানি সাশ্রয়ী রবিশস্য চাষে অবদান রাখায় কৃষক মোঃ সওদাগর মন্ডল হামিদকে (তানোর, রাজশাহী) সন্মাননা প্রদান করা হয়। (তানোর, রাজশাহী): তিনি সেচের পানির সমস্যা সমাধানে মসুর, গম, সরিষা, মুগ, কালাই ইত্যাদি চাষ করে উদাহরণ তৈরি করেছেন। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাকে সম্মাননা দেওয়া হয়।

দেশি বীজ সংরক্ষণে অবদান রাখায় কবুলজান বেগম হামিদকে (তানোর, রাজশাহী) সন্মাননা প্রদান করা হয়। (হরিদেবপুর, তানোর): তিনি ৯০ প্রকার দেশি ডাল, তেল, সবজি এবং অচাষকৃত উদ্ভিদের বীজ সংরক্ষণ করছেন। পাশাপাশি নিজের বাড়িতে কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র গড়ে তুলেছেন, যা স্থানীয় কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা করছে।

সম্মানপ্রাপ্ত কৃষকরা বলেন, এই স্বীকৃতি তাদের কাজের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

happy wheels 2

Comments