কলমাকান্দায় বালু জমিতে বাদাম চাষ সম্প্রসারণে বীজ বিতরণ
নেত্রকোনা থেকে গুঞ্জন রেমা
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী চন্দ্রডিঙ্গা গ্রামে বালুময় জমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর উদ্যোগে কৃষকদের মাঝে বাদাম বীজ বিতরণ করা হয়েছে সম্প্রতি।
বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. আলহাজ্ব আলী। তিনি বলেন, “বালু জমি সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাদামসহ অন্যান্য ফসল উৎপাদনের জন্য উপযোগী করা সম্ভব। এর মাধ্যমে কৃষকদের আর্থিক উন্নয়ন হবে এবং দেশের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।” বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “বালু জমিতে বাদাম চাষ শুধু কৃষকদের আয়ের পথ খুলবে না, বরং অনাবাদী জমিকে চাষের আওতায় এনে এলাকার কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।”
বীজ বিতরণে অংশ নেওয়া কৃষক পুলক কুবি বলেন,“আমাদের এলাকায় অনেক জমি অব্যবহৃত ছিল। বারসিকের সহযোগিতায় এবার বাদাম চাষের উদ্যোগ নিয়েছি। আশা করছি ভালো ফলন হবে।”
আরেক কৃষক বানিলা ম্রং বলেন,“বালু জমিতে বাদাম চাষ সম্ভব তা আগে জানতাম না। বারসিকের পরামর্শে গত বছর বাদাম চাষ করে লাভবান হয়েছি, তাই এবারও এই চাষ করছি।”
পাহাড়ি ঢলে ভরাট হয়ে যাওয়া বালু জমিতে বাদাম চাষের এই উদ্যোগ সীমান্তবর্তী এলাকার কৃষিক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। বালুময় জমি আর অব্যবহৃত পড়ে থাকবে না, বরং তা কৃষকদের জন্য আয়ের একটি সম্ভাবনাময় উৎস হয়ে উঠবে।
উল্লেখ্য যে, প্রতিবছর পাহাড়ি ঢলের কারণে চন্দ্রডিঙ্গা গ্রামের কৃষিজমি বালু জমে অনাবাদী হয়ে পড়ছে। এই বালুময় ও অব্যবহৃত জমিকে চাষের আওতায় আনতে এবং কৃষকদের আয়ের সুযোগ তৈরি করতে বাদাম চাষ সম্প্রসারণের এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।