অম্বুবাচী
পাভেল পার্থ:
অম্বুবাচী ১৪২৭ বাংলা পঞ্জিকামতে আজ ৮ আষাঢ়। ২৩ জুন ২০২০। গতকাল সকাল ৮ থেকে অম্বুবাচী শুরু হয়েছে, শেষ হবে ১০ আষাঢ় রাত আটে। এই কৃত্য দেশের নানাস্থানে ‘অম্বাবাচী’, ‘আমাতি’, ‘আমাই’, ‘আমাবতী’, ‘আমচি’, ‘আমাবচী’ নামেও পরিচিত।চারদিনের এসময়টুকু ধরণীমাতার ঋতুকাল।
এসময় পৃথিবীর রজ:স্রাব শুরু হয়।এ সময়ে বসুমাতাকে কোনোভাবেই বিরক্ত করা যায় না। মাটিকে কোনোপ্রকার দাগ বা খোঁড়াখুড়ি করা যায় না। মাটির ওপর আগুন জ্বালানো বা জোরে শব্দ করা যায় না। এ সময় রান্না থেকে বিরত থেকে ফলমূল আহারের নিয়ম। নিশ্চুপ প্রার্থনার ভেতর দিয়ে এই কৃত্য পৃথিবীর সুস্বাস্থ্য আশা করে। আষাঢ়ের টানা বৃষ্টি এবং মাটির শরীর থেকে ওঠা সোঁদা গন্ধ এই সময়ের এক অনন্য নিশানা। আগের দিনের প্রবীণ নারীরা এ সময় খুব হাঁটাহাটিও করতেন না, সুপারি/তাল খোলের জুতা পায়ে হাঁটতেন, যাতে মাটির শরীরে একবিন্দু ব্যথা না লাগে। শশা, আম, কাঁচাদুধ এর সাথে মওসুমী ফলমূলগ্রহণ অম্বুবাচীর নিয়ম। এ সময় রথযাত্রা হয়। আজ সেই রথযাত্রাও। সবাইকে অম্বুবাচীর শুভেচ্ছা।