সাম্প্রতিক পোস্ট

সুন্দরবনের পাদদেশে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

শ্যামনগর, সাতক্ষীরা থেকে বিশ্বজিৎ মন্ডল
বিশ্ব মৃত্তিকা দিবসের উপলক্ষে বারসিক’র উদ্যোগে শ্যামনগর উপজেলার সুন্দরবনের পাশে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।
আলোচনায় স্থানীয় জনগোষ্ঠী, উপসহকারী কৃষি, স্থানীয় সরকার, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও উপজেলা স্বেচ্ছাসেবক টিমের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।


বক্তারা বলেন, মাটি ও পানি আমাদের অমূল্য সম্পদ। পরিবেশ, কৃষিসহ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন যেটি মাটি ও পানির উপর নির্ভর করে। অতীতে আমাদের ফসল চাষাবাদ হতো মাটির নিজস্ব উর্বর শক্তিতে। তখন ছিলো না বাড়তি কীটনাশকের ব্যবহার। বর্তমানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে মাটি ও পানি দুষিত হচ্ছে। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য চাহিদা মিটাতে পানি ও মাটির সঠিক ব্যবহার করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।


বক্তারা আরো বলেন, উপকূলীয় এলাকায় নানান ধরনরে দুর্যোগের সাথে লবণাক্ততার মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধির কারণে মাটির স্বাস্থ্য হুমকির মুখে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতিতে ফসল ফলানোর চেষ্টা করতে হবে। আজ মৃত্তিকা দিবসে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনের জন্য মাটি ও পানির সুরক্ষার দাবি জানান তারা।


এসময় মথুরাপুর কৃষি নারী সংগঠনের সভাপতি সরমা রানীর সভাপতিত্বে এবং বারসিক কর্মকর্তা বিশ্বিজিৎ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপসহকারী মাছুম বিল্লাল, মুন্সিগঞ্জ কলেজের অধ্যক্ষ আশুতোষ মন্ডল, সবুজ সংহতির সদস্য সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, বারসিক’র ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কৃষাণী অনিমা রানী, কৃষক ভুধর চন্দ্র মন্ডল, গোবিন্দ মন্ডল, যুব স্বেচ্ছাসেবক টিমের প্রকাশ মন্ডল, বরসা গাইন সহ প্রমুখ।
এর আগে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মথুরাপুর কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন ও প্ল্যাকার্ডের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন।

happy wheels 2

Comments