সাম্প্রতিক পোস্ট

মানিকগঞ্জে দেশ বরেণ্য ব্যক্তিদের মিলন মেলা

মানিকগঞ্জে দেশ বরেণ্য ব্যক্তিদের মিলন মেলা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ ॥

পৌষের কুয়াশাচ্ছন্ন ভোরে রাজধানীর যান্ত্রিক জীবন থেকে গ্রামীণ আবহ পেতে দেশ বরেণ্য শতাধিক ব্যক্তিবর্গ স্বপরিবারে ছুটে এসেছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পাড়িল-নওয়াধা গ্রামের জহির মঞ্জিলে। গত শুক্রবার (৫ জানুয়ারি) ভোর থেকে অতিথিদের পদচারণায় গ্রামটি ছিল উৎসব মুখর। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপিও ছুটে এসেছিলেন এ মিলন মেলায় ।

001

সকালে পিঠা, পায়েস, মুড়ি ও খেঁজুরের রস দিয়ে অতিথিতের অ্যাপায়ন করা হয়। তারপর শুরু হয় স্মৃতিচারণমূলক আলেচনা। জহির মঞ্জিলের প্রয়াত দু‘কৃতি সন্তান কৃষি বিজ্ঞানী ড. নওয়াজেশ আহম্মেদ ও আন্তর্জাতিক চিত্র গ্রাহক নাইব উদ্দিন আহম্মেদকে নিয়ে স্মৃতিচারণ করেন বরেণ্য ব্যক্তিবর্গ। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, “নওয়াজেশ ভাই ছিলেন প্রকৃতি প্রেমিক মানুষ। ছবি তোলা, গাছ লাগলো ছিল তার নেশা। প্রকৃতিকে উপভোগ করতে তিনি নৌকা, পাহাড়, গারো পল্লী ও চা বাগানে রাত কাটিয়েছেন। বয়সে আমার বড় হলেও বন্ধুর মত মেশার সুযোগ হয়েছে।” তিনি আরো বলেন , “নওয়াজেশ আহম্মেদ-এর দেশ প্রেমের কথা সবাইকে জানানো আমাদের কর্তব্য।”

002

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ড. সূলতানা কামাল, জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠতা মহাপরিচালক ও সাবেক সচিব ড. এনামুল হক, চিত্র নায়ক ফারুক প্রমুখ। বক্তারা জহির মঞ্জিলের প্রয়াত দু‘কৃতি সন্তানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিবছর এ রকম আনন্দ মেলা আয়োজনের জন্য ওই পরিবারের বর্তমান সদস্য নাফিজ আহম্মেদ ও নাদভী আহম্মেদসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নাট্য ব্যক্তিত্ব মাসুদ আলী খান, রোকেয়া হক, গণমাধ্যম ব্যক্তি জ.ই. মামুনসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

দুপুরে মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শুরুতে জহির মঞ্জিল পরিবারের সদস্যরা সংগীত পরিবেশন করেন। যাদু প্রদর্শন করেন লায়ন মৌসুমী খন্দকার ও আব্দুল। এছাড়া নৃত্য পরিবেশন করেন শান্তা মারিয়া ইউনিভার্সিটি এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি‘র এক ঝাঁক নৃত্য শিল্পী। অনুষ্ঠানটি পরিচালনা করেন নকীব আহম্মেদ।

happy wheels 2

Comments