সাম্প্রতিক পোস্ট

‘প্রকৃতি সংরক্ষণে যুবদের দায়িত্ব নিতে হবে’

নেত্রকোনা থেকে খাদিজা আক্তার ও রোখসানা রুমি

বারসিক ও নেত্রকোনা সবুজ সংহতি এর উদ্যোগে সম্প্রতি “প্রাণ প্রকৃতি সংরক্ষণে যুবদের করণীয়” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার ২৫টি যুব সংগঠনের প্রতিনিধি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আলোচনা প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন নেত্রকোনা সম্মিলিত যুবসমাজের সভাপতি পার্থ প্রতিম সরকার, সেভ দ্যা এনিমেলস’র এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা সবুজ সংহতির সাংগঠনিক সম্পাদক মির্জা হৃদয় সাগর।


আলোচনায় প্রত্যেক যুব প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা ইসলাম মোহ বলেন, “যখনই তাপদাহ শুরু হয় তখনই আমরা গাছ লাগাই, জলাভূমি নদী, পুকুর রক্ষার কথা বলতে থাকি, কিন্তু যখন গরম কমে যায় তখন আর আমরা এসব নিয়ে ভাবিনা। আমরা প্রকৃতির যতœ নিলে প্রকৃতি আমাদের বাঁচাবে। যুবদেরকেই এই দায়িত্ব নিতে হবে।”

মির্জা হৃদয় সাগর বলেন, “নদীর সাথে সংযুক্ত খালগুলি উদ্ধার ও খনন করে হাওর ও নদীর সংযোগ স্থাপন করে পানি চলাচলের সুবিধা তৈরি করা। জেলার বড় বড় পুকুরগুলো সুরক্ষা করা। পাহাড়ের পূর্বের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”

তিনি জানান, যুবরা হাওরের মাছের অভয়াশ্রম তৈরিতে সহযোগিতা, ফসলরক্ষা বাঁধ স্থায়ীভাবে করার উদ্যোগ গ্রহণ এবং কৃষিজমি সুরক্ষায় যথাযথ আইন প্রয়োগ করার উদ্যোগ নিতে হবে।
আলোচনায় সকল খেলার মাঠ রক্ষা করা, পলিথিনের মুক্ত পলিথিনমুক্ত নেত্রকোনা জেলা ঘোষণা করা, হাওর অঞ্চলের জন্য শস্যবীমা চালু করা, টপসয়েল ব্যবহার বন্ধ করা। বৃষ্টির পানি ধারণ করা। ভূ-গর্ভের পানি উত্তোলন কমানোসহ নানান দাবি তুলে ধরা হয়।

happy wheels 2

Comments