শোক সংবাদ
বারসিক নেত্রকোনা রির্সোস সেন্টারে কর্মরত আমাদের প্রিয় সহকর্মী আব্দুর রব-এর বাবা পল্লী চিকিৎসক মো. আব্দুস সাত্তার গতকাল ৪ঠা মার্চ রাত ৯টায় নেত্রকোনার বেলাটি গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাজি….)। তার অকাল মৃত্যুতে বারসিক পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিহেদী আত্মার শান্তি কামনা করছি।