সাতক্ষীরায় গাছের সাথে বন্ধুত্ব অটুট রাখার শপথ নিয়েছে পাঁচ শতাধিক শিক্ষার্থী

সাতক্ষীরা থেকে শেখ তানজির আহমেদ
গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে উল্লেখ করে গাছের সাথে বন্ধুত্ব অটুট রাখার শপথ নিয়েছে সাতক্ষীরার পাঁচ শতাধিক শিক্ষার্থী।

সম্প্রতি  সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ে তুজলপুর কৃষক ক্লাব আয়োজিত ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা এই শপথ নেয়। শপথ বাক্য পাঠ করান তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয় ও তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন।
Satkhira-2
শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” এ সময় তিনি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি বেশি বেশি করে গাছ লাগানোর আহবান জানান।

ফলজ গাছ বিরতণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
পরে পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ডালিম গাছের চারা তুলে দেন প্রধান অতিথি মীর মোস্তাক আহমেদ।

happy wheels 2