সাম্প্রতিক পোস্ট

ঐক্যবদ্ধভাবে কাজ করলে দূর্যোগের ঝুঁকি হ্রাস পাবে

শ্যামনগর সাতক্ষীরা থেকে ফজলুল হক

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় বারসিকের আয়োজন নেটজ বাংলাদেশের সহযোগিতায় গত ১৮ জুন  বুড়িগোয়ালিনী  ইউনিয়ন পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভায় বারসিক পরিবেশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ফাতিমা আক্তারের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুর রউফের সভাপতিত্বে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী  ইউনিয়নের ইউপি সদস্য সদস্যাবৃন্দ, বুড়িগোয়ালিনী  ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, সাংবাদিক, সিপিপি টিম লিডার, এনজিও প্রতিনিধি, গ্রাম পুলিশ, ইউনিয়ন পর্যায়ে দূর্যোগ স্বেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দসহ বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার এবং উপজেলা সমন্বয়কারী মননজয় কুমার মন্ডল। ত্রৈমাসিক সভায় লক্ষ্য,উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন এ্যাডভোকেসী এ্যাসিসটেন্ট ফজলুল হক।

সভায় সিপিপি টিম লিডার ফজলুল করিম বলেন, ‘দুর্যোগ স্বেচ্ছাসেবকরা ভালো কাজ করছে। বিগত ঘূর্ণিঝড় মোখার সময়ও তাদের কাজ করতে দেখা গেছে।’ বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বলেন, ‘আমি সকলের বক্তব্য শুনেছি। দুর্যোগের ঝুঁকি মোকাবেলা করার জন্য সকলে কাজ করছে বলেই আজ ক্ষতিগ্রস্ত কম হচ্ছে মানুষ। সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করলে দূর্যোগের ঝুঁকি হ্রাস পাবে।’

ত্রৈমাসিক সভাটিতে দূর্যোগ স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা বলেন, ‘বুড়িগোয়ালিনী  ইউনিয়নের মানুষ আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা প্রাকৃতিক দূর্যোগ তো ঠেকাতে পারবো না, কিন্তু আমরা নিজেরা সচেতনতার মাধ্যমে জানমাল রক্ষা করতে পারবো। আমাদের বারসিক পরিবেশ প্রকল্পের মাধ্যমে আমরা প্রশিক্ষণও পেয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু ঝুঁকি হ্রাস বিষয়ে। প্রশিক্ষণ পাওয়ার পর থেকে আমরা দুর্যোগের আগে, সময়কালীন, পরে কি কি করতে হবে, সেগুলো মানুষকে সচেতন করছি।’

happy wheels 2

Comments