সাম্প্রতিক পোস্ট

রাজশাহীতে লোক ও কারুশিল্প মেলা এবং পিঠা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী থেকে উত্তম কুমার

গত ১৬ জানুয়ারি তানোর পৌরসভায় বারসিক ও ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় লোকা ও কারুশিল্প মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছিল। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ কর্মক্ষেত্রের সংগ্রহ ও কর্মকাণ্ড উপস্থাপন করেছিল।

মেলায় বারসিক তাদের কর্ম এলাকার গ্রাম থেকে সংগ্রহীত গ্রামীণ পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় প্রকৃতি থেকে উৎপাদিত পণ্য প্রদর্শন করে। স্টলে ছিল, বৈচিত্র্যময় দেশীয় সবজির বীজ, গ্রামীণ নারীদের হাতে তৈরি নকশি কাঁথা, বালিশের ওয়ার, বিছানার চাদর, পাল সম্প্রদায়ের রঙিন মাটির পণ্য ও বিলুপ্তপ্রায় দেশীয় ধান


মেলাটি পরিদর্শন করেন:তানোর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, কৃষি অফিসার মোঃ সাইফুল্লাহ এবং ভূমি অফিসার মাস্তুরা আমিনা। তানোর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বারসিকের স্টলের বৈচিত্র্যময় উপস্থাপনায় মুগ্ধ হন। তিনি বলেন, “এই স্টলটি আমাদের গ্রামীণ জীবনের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে সংযুক্ত। বিলুপ্তপ্রায় দেশীয় ধান, যা আমাদের পূর্বপুরুষদের জীবিকা নির্বাহে সহায়ক ছিল, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা একটি অনন্য উদ্যোগ। দেশি লাল ও কালো চাল, যা অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে, এগুলোর চাহিদা এখনো অপরিসীম। বারসিককে ধন্যবাদ, তারা আমাদের হারানো ঐতিহ্যগুলো ফিরিয়ে আনতে কাজ করছে।”

মেলার আয়োজন তরুণদের সৃজনশীলতা, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কৃষি ও জীবনধারার প্রতি গুরুত্বারোপ করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

happy wheels 2

Comments