সাম্প্রতিক পোস্ট

শতবাড়ি কৃষি মডেল একদিন জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে


সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান


জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কৃষি ক্ষেত্রে। জলবায়ুর এই বিরূপ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিশেষ করে বিভিন্ন অভিযোজন কলাকৌশল রপ্ত করে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কৃষিকে মুক্ত রেখে বা ঝুঁকি কমিয়ে কৃষি কাজ অব্যাহত রেখেছে উপকূলের কৃষকেরা। উপকূলের ক্ষুদ্র ও প্রান্তিক গ্রামীণ জনগণের খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় কোভিডকালিন সংকট নিরসনে শতবাড়ি উন্নয়ন মডেল তৈরির উদ্যোগ নেয় বারসিক।বাড়িগুলো বিগত এক বছরে তাদের নিজস্ব স্বকীয়তায় জৈব পদ্ধতিতে নানা ধরনের সবজি চাষ, গবাদি পশু পালন এবং এলাকার তথ্য কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

আর এই ‘শতবাড়ি কুষি মডেল একদিন জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে’-বছর শেষে শতবাড়ির নানা বিষয়ে সাক্ষাৎকারকালে এমনটাই মন্তব্য করেছেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল ইসলাম। তিনি বলেন, ‘শতবাড়ি কৃষি মডেল নামে যে বাড়িগুলো তৈরি হয়েছে তা এই এলাকার মানুষের পুষ্টি জোগানে অবদান রাখার পাশাপাশি এই বাড়িগুলোর কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে একদিন প্রান্তিক অঞ্চল থেকে বাড়িগুলো জাতীয় কৃষি অর্থনীতিতে অবদান রাখবে বলে মনে করি।’

কৃষি কর্মকর্তা তার সাক্ষাৎকার সময়ে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে একটি শতবাড়ি একটি মোমবাতি আর ওই একটি মোমবাতি এলাকার আরো একশ’টি মোমবাতি জ¦লতে সহযোগিতা করছে অর্থাৎ পরিবেশবান্ধব আরো একশ’টি কৃষি বাড়ি তৈরিতে উদ্বুদ্ধ করেছে। আমার জানামতে, এই বাড়ি দেখে এলাকার আরো মানুষ তাদের বাড়িকে পরিবেশবান্ধব কৃষি বাড়ির আওতায় নিয়ে এসেছেন। এই শতবাড়ির মাধ্যমে পুরাতন দিনের সেই বিনিময় প্রথা চালু হয়েছে যার মাধ্যমে প্রাচীন কৃষিতে কৃষকের মধ্যে যে ভ্রাতৃত্ব ছিলো সেটি বর্তমান সময়ে কৃষকদের মধ্যে পরিলক্ষিত হয়েছে। এছাড়া কৃষি বাড়িগুলো এলাকার বীজ ব্যাংক হিসেবে গড়ে উঠছে, যা বর্তমান দুর্যোগকালীন সময়ে কৃষকের জন্য পাথেয় হচ্ছে।’

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণে নিরলস কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগ সবসময় নিরাপদ কৃষি চাষে কীটনাশকের ব্যবহার কমাতে মাঠ পর্যায়ে কাজ করছে। একই সাথে শতবাড়ি উন্নয়ন মডেলের বাড়িগুলো জৈব পদ্ধতি চাষাবাদের ফলে নিরাপদ খাদ্য নিশ্চিত হচ্ছে বলেও জানান কৃষিবিদ এনামুল ইসলাম। উপজেলা কৃষি বিভাগ সব সময় এসমস্ত কৃষি বাড়ির পাশে থাকবে বলে তিনি আশ^াস প্রদান করেন। তিনি শতবাড়ি উন্নয়ন মডেলের সাথে যুক্ত সকল কৃষক কৃষাণীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এমন উদ্যোগ গ্রহন করার জন্য বারসিককে সাধুবাদ জানান।

happy wheels 2

Comments