আমরাবন্ধু’র উপহার পেলো গোয়ালপোতা স্কুলের ছোটবন্ধুরা
সাতক্ষীরা থেকে এন হাসান
করোনা সংকটে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শিশুরাও বিদ্যালয়ে আসতে শুরু করেছে। শিশুদের আগের মত বিদ্যালয়মূখী করতে `আমরাবন্ধু’ নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ছোটবন্ধুদের জন্য উপহার হিসাবে খাতা কলম দিচ্ছে বড়বন্ধুরা।
আজ (১৪ মার্চ) সাতক্ষীরা সদরের গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ছোটবন্ধুরকে উপহার হিসেবে খাতা ও কলম প্রদান করেছে বড় বন্ধুরা। ছোট বন্ধুদের উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন বড় বন্ধু মো. ওমর ফারুক রনি, সুমন কুমার দাশ, বিদ্যালয়ের সভাপতি পুলকেশ গাইন, প্রধান শিক্ষক শিপ্রা কর্মকরসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা।
এ বিষয়ে বড় বন্ধু মো. ওমর ফারুক রনি বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিদ্যালয় চালু হয়েছে। আমাদের কর্যক্রমও চলমান থাকবে। সমাজের বিত্তবানরা এমন কাজে এগিলে এলে কোমলমতি শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে না।
প্রসঙ্গত, ‘আমরাবন্ধু’ সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালের আগস্ট মাসে সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থী বড় বন্ধুর হাত ধরে। বড় বন্ধুদের এই কার্যক্রমের খবর পত্রিকা ও ফেসবুকে দেখে বছরের নানা সময়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন একজন ডাক্তার, একজন ব্যাংকার, একজন পিটিআই ইন্সট্রাক্টর, একজন সাংবাদিক, একজন গবেষক, একজন শিক্ষক, একজন প্রবাসীসহ আরও কয়েকজন শিক্ষার্থী। বর্তমানে সংগঠনটি সাতক্ষীরাব্যাপী শিশুদের প্রাথমিক শিক্ষায় উৎসাহিত করতে নানামূখী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।