প্রাণের জন্য বৃক্ষ
সাতক্ষীরা থেকে কবি রুহুল কুদ্দূস রনি
এসো আমরা সবাই মিলে বৃক্ষ রোপণ করি
বাড়ির আঙিনায় রাস্তার ধারে প্রকৃতির সৌন্দর্য গড়ি।
আম,পেঁয়ারা, কাঁঠাল,লেবু,জাম,নারিকেল,লিচু
সবাই মিলে লাগায় আরও বর্ষায় নতুন কিছু।
বনজ, ফলজের চারা কলম নার্সারিতে ভরা
সবুজের মাধুর্য্যে হেসে উঠুক প্রকৃতির সর্জিত ধরা
বৃক্ষ সর্বদা দেয় মোদের জ্বালানি ও ফল
তার কাছে পাই যে আমরা খাদ্য পুষ্টি বল
বৃক্ষ সে যে বন্ধু সবার অক্সিজেন ঢালে নিত্য
প্রাণী জগৎ বেঁেচ আছে সূর্যের মত সত্য
পাতা পল্লবে শাখায় শাখায় ডেকেছে পাপিয়া আজি
অলি এসেছে বৃক্ষ বনে মৌচাক রাশি রাশি
বৃক্ষ রোধে ঝড়-জলোচ্ছাস বন্যা-মরু খরা
মাটির ক্ষয় রক্ষা করে গড়ে শ্যামলিমা ধরা
প্রাকৃতিক ভার সামলায়, রক্ষায় পরিবেশ
গাছের সাথে বন্ধু বানাও গড় বিশুদ্ধ স্বদেশ
গাছ রুয়ে অবশ্যই দিতে হবে সুন্দর করে বেড়া
নষ্ট যাতে না করে ঐ ছাগল আর ভেড়া
বপন করে লক্ষ্য রাখা একান্ত জরুরি সবার
যদি তা না হয় ব্যর্থ হবে কর্মসূচি তার
বৃক্ষ রোপণ আর সংরক্ষণ হোক আজকের পণ
ভরে উঠুক সারা দেশ সুন্দর সবুজ বন।