কামারিয়া বিলে গ্রাম বাংলার ঐহিত্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা) থেকে
গ্রাম বাংলার ঐহিত্য নৌকা বাইচ প্রতিযোগিতা। ছোট-বড় সব বয়সের মানুষ নৌকা বাইচ দেখতে পছন্দ করেন। বর্ষা মৌসুমে বিল ও নদীতে পানিতে ভরে উঠলে চলনবিলের এ উপজেলায় নৌকা বাইচ প্রতিযোগিতার শুরু হয়। উপজেলার বিভিন্ন বিল ও নদীতে চলে নৌকা বাইচ। হাজার, হাজার দর্শক উপভোগ করেন নৌকা বাইচ প্রতিযোগিতা। পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামের কামারিয়া বিলে শেষ হয়েছে দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐহিত্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ইউনিয়ন আওয়ামীলীগ ও পুকুরপার উদয় সংঘের যৌথ উদ্যোগে গত ৬ ও ৭ সেপ্টেম্বর এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাবনা-৩ আসনের সাংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন গ্রামের ১৪টি নৌকা অংশগ্রহণ করে। ব্যাপক উত্তেজনাপূর্ণ চুড়ান্ত প্রতিযোগিতায় উপজেলার পুর্ব-রামনগর গ্রামের স্বাধীন বাংলা এক্সপ্রেস প্রথম স্থান, পাটুল গ্রামের সোনার বাংলা এক্সপ্রেস দ্বিতীয় স্থান এবং শ্রীপুর গ্রামের জয় বাংলা এক্সপ্রেস তৃতীয় স্থান অধিকার করে। কামারিয়া বিল পাড়ে সহ¯্রাধিক মানুষ উপভোগ করে এ নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার দুপুরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার ওয়ালটন ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ২১ ইঞ্চি ও তৃতীয় পুরস্কার ১৪ইঞ্চি রঙিন টেলিভিশন দেয়া হয়।